More
    HomeখবরBELUR MATH, ফের কোভিডের আগের সময় সুচিতে খোলা হবে বেলুড় মঠ।

    BELUR MATH, ফের কোভিডের আগের সময় সুচিতে খোলা হবে বেলুড় মঠ।

    গত ৩১শে মার্চে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে চালু থাকা কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারি সিদ্ধান্তের পরই কোভিডের আগে যে সময়সূচিতে বেলুড় মঠ খোলা থাকত সেই সময় সুচিতেই পুনরায় ফিরে গেল বেলুড় মঠ কর্তৃপক্ষ। বেলুড় মঠের ভিতরে প্রবেশ করার সময় সূচি পরিবর্তন করল মঠ কর্তৃপক্ষ। আজকে একটি বিশেষ নির্দেশিকাতে বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফ থেকে জানান হয়েছে। কোভিডের পর এই প্রথমবার পূর্ণ সময়ের জন্য মঠ খুলে রাখার কথা জানাল বেলুড় মঠ কর্তৃপক্ষ। নববর্ষের দিন থেকে এই নতুন সময় সূচি নতুন মেনেই খুলবে বেলুড় মঠ। মঠের তরফ থেকে জানান হয়েছে আগামী ১৫ই এপ্রিল ২০২২ থেকে বেলুড় মঠ ভক্ত ও দর্শনার্থীদের জন্য নিম্নলিখিত সময়সূচী অনুসারে খোলা থাকবে। সকাল — ৬.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত , সন্ধ্যা — ৪.০০টা থেকে ৯.০০টা পর্যন্ত।BELUR MATH, BELUR MATH

    পাশাপাশি সকল ভক্ত ও দর্শনার্থীদের অনুরোধ জানান করা হয়েছে যে তাঁরা যেন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী ‘মাস্ক’ ও ‘স্যানিটাইজার’ ব্যবহার করেন। উল্লেখ্য রাজ্যের কোভিডের প্রথম ঢেউয়ের সময় থেকে বারংবার বন্ধ করা হয়েছিল বেলুড় মঠ। পরবর্তীতে সংক্রমণের পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে সরকারি নির্দেশিকা মেনে খোলা হয়েছিল মঠ। তবে মঠ খুললেও সেখানে কড়া নিয়মে মেনে চলা হতো কোভিড বিধি। মার্চ মাসের শেষ দিনে কোভিড বিধি নিষেধ উঠে যাওয়ার পর বেলুড় মঠের বর্ধিত সময় সুচির পরিবর্তনের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ভক্ত ও দর্শনার্থীরা খুশি।

    BELUR MATH, ফের কোভিডের আগের সময় সুচিতে খোলা হবে বেলুড় মঠ।

    MORE NEWS – আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করল নারায়ণগড় থানার পুলিশ।

    Today Kolkata:- আবারও আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করল নারায়ণগড় থানার পুলিশ। আটক ব্যক্তির নাম শেখ ফিরোজ, বাড়ি খড়গপুর এলাকায়। ঘটনায় জানা যায় গতকাল রাতে নারায়ণগড় থানার পুলিশ পেট্রোলিং করার সময় থানা এলাকার রামপুরা র কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন। তারপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে গেলে তার কাছে থাকা লাইলনের একটি ব্যাগ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে নিয়ে আসা হয় থানাতে। আজ সোমবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত গতকাল উক্ত নারায়ণগড় থানা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের কুচলী ব্রিজ থেকে গোপাল নায়েক নামে এক ব্যক্তিকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments