More
    Homeঅনান্যC.S.P নবনির্মিত এর ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নন্দীগ্রামে।

    C.S.P নবনির্মিত এর ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নন্দীগ্রামে।

    Today Kolkata:- বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্ৰাম-মূলগ্ৰাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির C.S.P নবনির্মিত  এর ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নন্দীগ্রামে। উদ্বোধন করলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বর্ধমান রেঞ্জ ২এর এ.আর.সি.এস বিমল কৃষ্ণ মজুমদার,কাটোয়া ২নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, কাটোয়া ২নং ব্লকের সি.আই নির্মল কুমার সরকার, কাটোয়া ২নং ব্লকের সহ কৃষি অধিকর্তা সুমনা মন্ডল সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে নন্দীগ্রাম ও মূলগ্ৰামের মানুষেরা হাজির হয়েছিল। নন্দীগ্ৰাম-মূলগ্ৰাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নতুন C.S.P. এতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো ভালো পরিষেবা দেওয়া হবে গ্রাহকদেরকে। এইখানে সমস্ত ব্যাংকের লেনদেন এটিএমের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। ডিপোজিট হোল্ডারের ১৮৯৭টা একাউন্ট আছে।সদস্য রয়েছেন ৭১০জন।

    C.S.P নবনির্মিত এর ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নন্দীগ্রামে।

    MORE NEWS – Mamata Banerjee “মানুষের জন্য কাজ করতে হবে”।কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    Today Kolkata:- মানুষের জন্য কাজ করতে হবে। তারজন্য আমি আমি করে দলে নেতৃত্ব দিলে চলবে না। যারা এর অন্যথা করবে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে একবারও ভাববে না দল। বুধবার মেদিনীপুরে কলেজ মাঠে পঞ্চায়েত বিকাশ ও পুরসভার উন্নয়নে গতি আনোট বুথ স্তরের কর্মীদের মহা সম্মেলনে এসে এভাবেই দলের নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগেও দলের নেতাদের সাবধান করেছেন তৃণমূল নেত্রী। দলাদলি না করে ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করতে বলেছেন। মমতা (Mamata Banerjee) বলেন, ‘‘এখন থেকে আর ‘আমি’ ‘আমি’ করে দলে নেতৃত্ব চলবে না। আমি নয়, আমরা হয়ে চলতে হবে। দলে কেউ কেউকেটা নয়। ঘ্যাচাং ফু হবে। এক সেকেন্ডে কেটে দেব।’’ কিছু নেতাদের তিনি কঠোর বার্তাও দেন। CONTINUE READING

    Legal metrology department ও মধ্যমগ্রাম থানার যৌথ অভিযান মধ্যমগ্রামে বাজারে, আটক চারটি ওয়েট মেশিন।

    Malda Medical College মালদা মেডিকেল কলেজ সংলগ্ন, চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।

    Sagar Dutta Hospital হাসপাতালে অপারেশন হওয়া রোগী নিখোঁজ কে কেন্দ্র করে চাঞ্চল্য।

    Titagarh Thana ফের বোম উদ্ধার, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে টিটাগর থানার পুলিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments