More
    Homeঅনান্যSagar Dutta Hospital হাসপাতালে অপারেশন হওয়া রোগী নিখোঁজ কে কেন্দ্র করে...

    Sagar Dutta Hospital হাসপাতালে অপারেশন হওয়া রোগী নিখোঁজ কে কেন্দ্র করে চাঞ্চল্য।

    Today Kolkata:- খরদা পাতুলিয়া শান্তি পল্লী এলাকার বছর 62 অমর দাস পায়ের সংক্রমণ নিয়ে গতকাল কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল তার অপারেশন হয় এবং আজ সকালে বাড়ির লোকজন দেখতে আসার পর তাকে হাসপাতালে খুঁজে পাওয়া যায়না। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। রোগি নিখোঁজ কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কামারহাটি সাগর দত্ত হাসপাতাল চত্বরে পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন। টানা 6 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত রোগীর কোন খোঁজ খবর পাওয়া যায়নি।

    Sagar Dutta Hospital হাসপাতালে অপারেশন হওয়া রোগী নিখোঁজ কে কেন্দ্র করে চাঞ্চল্য।

    MORE NEWS – MP Nusrat Johan বসিরহাটের নুসরাত জাহানের নামে নিখোঁজ পোস্টারকে ঘিরে চাঞ্চল্য।

    Today Kolkata:- হাড়োয়া বিধানসভার চাপাতলা পঞ্চায়েত এলাকায় সোমবার বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের (MP Nusrat Johan) নামে পড়া নিখোঁজ পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তৃণমূলের গোষ্ঠী দ্বন্ধের জেরে এই ধরনের পোষ্টার পড়েছে বলেই দাবি বিরোধী শিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের নেতারা। দেগঙ্গা ব্লকের হাড়োয়া বিধানসভার চাঁপাতলা পঞ্চায়েতটি বসিরহাট লোকসভার অন্তর্গত। সোমবার এই পঞ্চায়েতের কেয়াডাঙা এবং চাপাতলা এলাকায় তারকা সাংসদ নুসরত জাহানের (MP Nusrat Johan) নামে নিখোঁজ এবং সন্ধান চাই পোস্টার দেখা যায়। পোস্টারের নীচে লেখা ছিল, সাধারণ জনগণ আবার কোনটাই লেখা ছিল প্রতারিত জনগণ। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। CONTINUE READING

    MORE NEWS – Akhil Bhaaratiya Vidyarthi Parishad বিভিন্ন দাবিতে স্মারকলিপি জলপাইগুড়ি জেলাশাসক দফতরে।

    বামনগোলা:- ফের পথে নেমে বিক্ষোভ মিছিলে শামিল হলেন (Kamtapur people’s party) কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড) পৃথক রাজ্যে, বেকারত্ব দূরীকরণ ও মূল্যবৃদ্ধির সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে গত বৃহস্পতিবার গোটা উত্তরবঙ্গ সহ মালদার গাজোল ও বামনগোলা পথ অবরোধ করে বিক্ষোবের সামিল হন(Kamtapur people’s party) কেপিপি(ইউ)। ওই অবরোধ তুলতে গিয়ে গাজোল থানার পুলিশ নির্মমভাবে দলীয় কর্মীরা নেতাদের উপর লাঠি চালায়। টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় নেতাকর্মীদের দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি বামনগোলা তো মহিলা কর্মীদের উপর হেনস্তার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই দিনের ঘটনার প্রতিবাদে এদিন গোটা উত্তরবঙ্গ জুড়ে পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন কেপিপি(ইউ)। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments