More
    Homeঅনান্যP.H.E প্ল্যান্টের দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় বঙ্গনেত্রী।

    P.H.E প্ল্যান্টের দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় বঙ্গনেত্রী।

    Today Kolkata:- মুর্শিদাবাদ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের P.H.E প্ল্যান্টের দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় বঙ্গনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ও লালবাগ মহকুমার S.D.O সাহেব, ও বহরমপুর-মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনী সিংহ রায়ের উপস্থিতিতে অসুস্থ লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ব্যাক্তিদের উদ্দেশ্যে ২৫,০০০ টাকা এবং বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ ব্যাক্তিদের পরিজনদের হাতে ৫০,০০০ টাকার চেক প্রদান করা হলো। বর্তমানে সকলেই সংকটমুক্ত ও তাদের পরিজনরাও চিন্তামুক্ত রয়েছেন।

    P.H.E প্ল্যান্টের দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় বঙ্গনেত্রী।

    MORE NEWS – Kamtapur people’s party ফের পথে নেমে বিক্ষোভ মিছিলে শামিল হলেন কামতাপুর পিপলস পার্টি।

    বামনগোলা:- ফের পথে নেমে বিক্ষোভ মিছিলে শামিল হলেন (Kamtapur people’s party) কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড) পৃথক রাজ্যে, বেকারত্ব দূরীকরণ ও মূল্যবৃদ্ধির সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে গত বৃহস্পতিবার গোটা উত্তরবঙ্গ সহ মালদার গাজোল ও বামনগোলা পথ অবরোধ করে বিক্ষোবের সামিল হন(Kamtapur people’s party) কেপিপি(ইউ)। ওই অবরোধ তুলতে গিয়ে গাজোল থানার পুলিশ নির্মমভাবে দলীয় কর্মীরা নেতাদের উপর লাঠি চালায়। টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় নেতাকর্মীদের দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি বামনগোলা তো মহিলা কর্মীদের উপর হেনস্তার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই দিনের ঘটনার প্রতিবাদে এদিন গোটা উত্তরবঙ্গ জুড়ে পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন কেপিপি(ইউ)। CONTINUE READING

    MORE NEWS – Akhil Bhaaratiya Vidyarthi Parishad বিভিন্ন দাবিতে স্মারকলিপি জলপাইগুড়ি জেলাশাসক দফতরে।

    জলপাইগুড়ি:- বিভিন্ন দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (Akhil Bhaaratiya Vidyarthi Parishad) স্মারকলিপি জলপাইগুড়ি জেলাশাসক দফতরে। শিক্ষা ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদের (Akhil Bhaaratiya Vidyarthi Parishad)। পাশাপাশি সরকারি চাকরির ক্ষেত্রেও দুর্নীতি সামনে আসছে। এ কারণে শিক্ষামন্ত্রীকে অভিযুক্ত করেছে হাইকোর্ট বলে দাবি। বর্তমানে রাজ্য কর্মসংস্থান নেই। পড়াশোনা শেষ করার পর একজন ছাত্রের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়ছে। বাংলায় জঙ্গল রাজ ও তালিবানি শাসন চলছে। শিক্ষায় দুর্নীতি বন্ধ করা। এর পাশাপাশি মা-বোনেদের নির্যাতন বন্ধ করার দাবিতে তাদের এই ডেপুটেশন, CONTINUE READING

    Murshidabad মুর্শিদাবাদ শহরে ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক করে অসুস্থ 18 জন।

    Shalbani Thana শালবনী থানার উদ্যোগে জঙ্গল মহলে শুরু হলো “বিনামূল্যের পাঠশালা”।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments