More
    Homeঅনান্যKamtapur people's party ফের পথে নেমে বিক্ষোভ মিছিলে শামিল হলেন কামতাপুর...

    Kamtapur people’s party ফের পথে নেমে বিক্ষোভ মিছিলে শামিল হলেন কামতাপুর পিপলস পার্টি।

    বামনগোলা:- ফের পথে নেমে বিক্ষোভ মিছিলে শামিল হলেন (Kamtapur people’s party) কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড) পৃথক রাজ্যে, বেকারত্ব দূরীকরণ ও মূল্যবৃদ্ধির সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে গত বৃহস্পতিবার গোটা উত্তরবঙ্গ সহ মালদার গাজোল ও বামনগোলা পথ অবরোধ করে বিক্ষোবের সামিল হন(Kamtapur people’s party) কেপিপি(ইউ)। ওই অবরোধ তুলতে গিয়ে গাজোল থানার পুলিশ নির্মমভাবে দলীয় কর্মীরা নেতাদের উপর লাঠি চালায়। টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় নেতাকর্মীদের দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি বামনগোলা তো মহিলা কর্মীদের উপর হেনস্তার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই দিনের ঘটনার প্রতিবাদে এদিন গোটা উত্তরবঙ্গ জুড়ে পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন কেপিপি(ইউ)। এদিন মালদহের বামনগোলার পাকুয়াহাট দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোটা পাকুয়াহাট এলাকায় পরীক্ষা করার পর দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

    পাশাপাশি এদিন দুপুরে মালদহের গাজোলেও ওই বিক্ষোভ মিছিলটি হয়। এদিনের ওই দুই জায়গায় মিছিলের নেতৃত্ব দেন কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেডের) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন। তিনি বলেন, পথ অবরোধের দিন পুলিশ নির্মমভাবে আমাদের কর্মীদের উপর মারধর করে। এমনকি আমাকেও ধাক্কাধাক্কি এবং টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়। রেহাই পায়নি মহিলা কর্মীরাও। ওই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে এদিন বিক্ষোভ মিছিল হয়। আগামী দিনেও উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি নিয়ে উত্তরবঙ্গের রাজপথে আমরা নামব। পাশাপাশি দিনের-পর-দিন বেকারত্ব বেড়েই চলেছে লাগামছাড়া মূল্যবৃদ্ধি এ সমস্ত কিছু নিয়ে আমাদের আন্দোলন লাগাতার চলবে।

    Kamtapur people’s party ফের পথে নেমে বিক্ষোভ মিছিলে শামিল হলেন কামতাপুর পিপলস পার্টি।

    MORE NEWS – Accident শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে আবারো ভয়াভহ পথ দুর্ঘটনার শিকার দুই বাইক আরোহী।

    Today Kolkata:- রাস্তা বেহাল অবস্থা থাকার কারণে আবারো ভয়াভহ পথ দুর্ঘটনার (Accident) শিকার দুই বাইক আরোহী। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাস ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায়, সোমবার বেলা এগারোটা নাগাদ শান্তিপুর ফুলিয়া থেকে দুই যুবক একটি বাইকে করে ঘোড়ালিয়ার দিকে আসছিল, তখনই রাস্তার বেহাল অবস্থা থাকার কারণে স্লিপ কেটে পড়ে যায়। এরপরে ছিটকে গিয়ে সামনের দিক দিয়ে আসা একটি লরির চাকার তলে পড়ে যাই। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments