More
    HomeখবরMedinipur মেদিনীপুরের কলেজ কলেজিয়েট ময়দানে নামল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার।

    Medinipur মেদিনীপুরের কলেজ কলেজিয়েট ময়দানে নামল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার।

    Today Kolkata:- ঠিক সাড়ে বারোটা নাগাদ জেলা শহর মেদিনীপুরের (Medinipur) কলেজ কলেজিয়েট ময়দানে নামল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। সেখান থেকে গাড়িতে করে পৌঁছলেন মেদিনীপুর(Medinipur) শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে। মঙ্গলবার ১২ টা ৩৫ এ প্রশাসনিক রিভিউ মিটিং শুরু হল তাঁর নেতৃত্বে। ৪৮০ কোটি ৪৩ লক্ষ টাকার ১২৩ টি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। ৩৪৫ কোটি টাকার ৬৬ টি প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। মোট ৮২৫ কোটি টাকার‌ প্রকল্প ও শিলান্যাস করেন তিনি। অন্যদিকে, জেলার ৫ জন কৃষকের হাতে তুলে দেওয়া হল, ‘কৃষকরত্ন’। এই ৫ জন কৃষক হলেন যথাক্রমে- হারাধন বেরা ও বীরেন্দ্রনাথ দেবসিংহ (মেদিনীপুর সদর), তাপস ঘোড়াই (পিংলা), সুনীল জানা (ডেবরা) এবং অমিয় কুমার মাইতি (দাসপুর)। এছাড়াও, এদিন তিনি মূলস্রোতে ফেরা পশ্চিম মেদিনীপুর জেলার ৫ জন মাওবাদী এবং পুরুলিয়া ও বাঁকুড়া’র ২ জন প্রাক্তন মাওবাদীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।

    এঁরা হলেন- রঞ্জিত মাহাত, শেখ রাজেশ, হাবিবা বেগম, সুমিতা শূর, শম্ভু হেমব্রম, শিবানী সিং, সুশান্ত সিং প্রমুখ। সবমিলিয়ে এদিন মোট ৬৪ জন প্রাক্তন মাওবাদীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানা গেছে। অপরদিকে, গড়বেতায় গাছ কাটা ইস্যুতে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা-কে প্রশ্ন করেন তিনি। এনিয়ে, জেলা পুলিশ সুপার-কে পুনরায় তিনি সঠিকভাবে তদন্ত করার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন, অবিলম্বে চন্দন সাহা ও কণিকা মান্ডিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করার নির্দেশ দেন জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি-কে। তাঁরা বিজেপি-তে যাওয়া রমাপ্রসাদ গিরি ও অমূল্য মাইতি’র স্থলাভিসিক্ত হতে চলেছেন।

    Medinipur মেদিনীপুরের কলেজ কলেজিয়েট ময়দানে নামল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার।

    MORE NEWS – আদিবাসী নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে বিহারে পাচারের অভিযোগ।

    মালদাঃ-  মাঠে শৌচকর্ম করাতে নিয়ে যাওয়ার নাম করে এক আদিবাসী নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে বিহারে পাচারের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে।ঘটনার আট দিন কেটে গেলেও এখনো পর্যন্ত ওই নাবালিকার কোন খোঁজ মেলেনি বলে পরিবার সূত্রে খবর। CONTINUE READING

    Kamtapur people’s party ফের পথে নেমে বিক্ষোভ মিছিলে শামিল হলেন কামতাপুর পিপলস পার্টি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments