More
    Homeঅনান্যPrivate Tuition নিয়ে বারাসতে ফের সরব হলেন প্রাইভেট শিক্ষক বাবুয়া মুখার্জী।

    Private Tuition নিয়ে বারাসতে ফের সরব হলেন প্রাইভেট শিক্ষক বাবুয়া মুখার্জী।

    Today Kolkata:- সরকারি স্কুলের শিক্ষকরা লুকিয়ে প্রাইভেট টিউশন (Private Tuition) করছেন। সোমবার এই বিষয় নিয়ে বারাসতে ফের সরব হলেন প্রাইভেট শিক্ষক বাবুয়া মুখার্জী। তিনি জানান তারা বিভিন্ন এলাকায় ঘুরে সরকারি স্কুলের শিক্ষকদের এই লুকিয়ে প্রাইভেট টিউশন (Private Tuition) বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। আগামী দিনেও তাদের সংগঠনের সদস্যরা এই কাজ চালিয়ে যাবেন। বাবুয়া বাবু জানান সমাজের কাছে এই সমস্ত শিক্ষকদের মুখোশ খুলে দিতেই তাদের এই উদ্যোগ। এ ক্ষেত্রে প্রশাসন তাদের সহযোগিতা করেছেন। তিনি আরও জানান ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি মামলা কলকাতা হাই কোর্টের বিচারাধীন। আগামী দিনে সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন (Private Tuition) করতে গিয়ে বিপদে পড়বেন বলেও দাবি বাবুয়ার।

    Private Tuition নিয়ে বারাসতে ফের সরব হলেন প্রাইভেট শিক্ষক বাবুয়া মুখার্জী।

    MORE NEWS – Kashi Biswanath Mandir জ্ঞানবাপী মসজিদ চত্বরে সমীক্ষা চালানোর তৃতীয় দিনে শিবলিঙ্গ পাওয়া গেল।

    বারানসী, উত্তরপ্রদেশ, 16/05/2022:-  আদালতের নির্দেশে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির (Kashi Biswanath Mandir) চত্বরে থাকা জ্ঞানবাপী মসজিদ চত্বরে সমীক্ষা চালানোর তৃতীয় দিনে শিবলিঙ্গ পাওয়া গেল। আদালত ঐ জায়গাটিকে ‘সিল’ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। হিন্দু মন্দিরের ওপরেই জ্ঞানবাপী মসজিদ নির্মান করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব, এমন দাবী তুলে বেশ কয়েকজন আদালতে মামলা করেছিলেন। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে একটি সমীক্ষার নির্দেশ দেয়। বলা হয় ঐ মসজিদের ভিতের অংশ হিসেবে বেশ কিছুটা জায়গায় সমীক্ষা চালাবে আই এস আই। গোটা সমীক্ষার ভিডিও রেকর্ডিং করা থাকবে। সমীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্টের সাথে ঐ আনকাট ভিডিও, CONTINUE READING

    MORE NEWS – Kamtapur people’s party ফের পথে নেমে বিক্ষোভ মিছিলে শামিল হলেন কামতাপুর পিপলস পার্টি।

    বামনগোলা:- ফের পথে নেমে বিক্ষোভ মিছিলে শামিল হলেন (Kamtapur people’s party) কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড) পৃথক রাজ্যে, বেকারত্ব দূরীকরণ ও মূল্যবৃদ্ধির সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে গত বৃহস্পতিবার গোটা উত্তরবঙ্গ সহ মালদার গাজোল ও বামনগোলা পথ অবরোধ করে বিক্ষোবের সামিল হন(Kamtapur people’s party) কেপিপি(ইউ)। ওই অবরোধ তুলতে গিয়ে গাজোল থানার পুলিশ নির্মমভাবে দলীয় কর্মীরা নেতাদের উপর লাঠি চালায়। টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় নেতাকর্মীদের দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি বামনগোলা তো মহিলা কর্মীদের উপর হেনস্তার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। COPNTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments