More
    Homeরাজনৈতিকচব্বিশের আগেই রাজ্যে কার্যকর হবে সিএএ : শুভেন্দু

    চব্বিশের আগেই রাজ্যে কার্যকর হবে সিএএ : শুভেন্দু

    Today Kolkata:- চব্বিশ সালের নির্বাচনের আগেই রাজ্যে সিএএ কার্যকর হবে। সোমবার হাজরার সভা থেকে এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নাম না করে মমতা-অভিষেককে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। কয়লা থেকে নিয়োগ দুর্নীতি, মেঘালয় থেকে কাঁথি, ডিএ থেকে সিএএ, বক্তৃতায় সব ইস্যু নিয়েই রাজ্য সরকারকে একহাত নেন তিনি। এদিনের মঞ্চ থেকে সিএএ নিয়ে সুর চড়িয়ে তিনি বলেন, “গুজরাত নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতারা স্পষ্ট জানিয়েছেন, দেশে সিএএ অবশ্যই কার্যকর হবে। আমি বলছি না, টেলিভিশন চ্যানেলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। আমরা শুধু বলি না বা আইন করেও বসে থাকি না, আইনকে কার্যকর করতেও জানি।” এদিন বিজেপির ডিসেম্বর ব্যাখ্যা দেন শুভেন্দু। তিনি বলেন, “বিচারব্যবস্থা আছে বলেই আজকে এখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখতে পারছি।

    সেই বিচারের ওপর আমাদের আস্থা আছে। আমি মর্নিংওয়াকে গিয়ে মিডিয়ায় স্টেটমেন্ট করি না। বিরোধী দলনেতা, লক্ষ্মণ শেঠ, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। পশ্চিমবঙ্গের বড় ডাকাত, ধেড়ে ইঁদুর জেলের ভিতরে যাবেই।” এমনটাই দাবি করেছেন তিনি। পাশাপাশি তিনি এগুলো জানিয়েছেন, ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে। এই তারিখ হয়তো সিস্টেম অনুযায়ী বা অন্য কোনও কারণে ১৩ জানুয়ারি করা হয়েছে। তবে ১৪ ফেব্রুয়ারি হবে না। এ কথা দায়িত্ব নিয়ে বিরোধী দলনেতা হিসেবে এতো মানুষকে সাক্ষী রেখে বলে গেলাম।” প্রসঙ্গত, এদিন বিকেলে হাজরা মোড়ে সভার আয়োজন করে বিজেপি। মূল বক্তা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। সেই সভা থেকেই হুঙ্কার ছাড়েন শুভেন্দু।

    চব্বিশের আগেই রাজ্যে কার্যকর হবে সিএএ : শুভেন্দু

    MORE NEWS – এবার লক্ষ্য ২০২৪! লোকসভা নির্বাচনে কোমর বাঁধবে অরবিন্দর আপ।

    বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আগে থেকেই পরিকল্পনা প্রস্তুত করতে চলেছে আম আদমি পার্টির জাতীয় পরিষদ। দিল্লি পুর নিগমের ভোটে ঝড় তুলেছে আম আদমি পার্টি। এবার তাদের লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন। চলতি মাসের ১৮ তারিখ বৈঠকে বসতে চলেছে আম আদমি পার্টির জাতীয় পরিষদ। উপস্থিত থাকবেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। উল্লেখ্য, বর্তমানে লোকসভায় তাদের কোনও সাংসদ নেই। সূত্র মারফত খবর, লোকসভা নির্বাচনের কৌশল এবং দলের অবস্থান নিয়ে বৈঠকে আলোচনা হবে। দিল্লি পুর নিগমের ভোটে আপ-এর ঝুলিতে যায় ১৩৪টি ওয়ার্ড। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments