More
    Homeখবরচিনে ফের দাপট বাড়ছে করোনার! তৈরি রাখা হচ্ছে হাসপাতাল ও পর্যাপ্ত ওষুধ।

    চিনে ফের দাপট বাড়ছে করোনার! তৈরি রাখা হচ্ছে হাসপাতাল ও পর্যাপ্ত ওষুধ।

    Today Kolkata:- দাপট কমলেও এখনও নিস্তার মিলছে না মারন ভাইরাস করোনার হাত থেকে। চিনে ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা। পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই হাসপাতালগুলিতে আরও বেশি করে ইনটেনসিভ কেয়ার পরিষেবা তৈরি রাখছে চিনা সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, রবিবার চিনে নতুন করে আরও ৮৮৩৮ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। আর কয়েদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা কয়েক লক্ষ ছুঁতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনা নিয়ন্ত্রণে জিরো কোভিড নীতি নিয়েছিল জিনপিং প্রশাসন। সংক্রমণ মোকাবিলায় কঠোর করোনা বিধি, কোয়ারেন্টাইনের নিয়ম জারি ছিল। কিন্তু আচমকাই এই বিধিনিষেধের বিরুদ্ধে সরব হয় চিনের সাধারণ মানুষ।

    এমনকী, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগেরও দাবি তোলেন। গণরোষের আঁচ পাওয়া মাত্রই অগত্যা করোনা বিধি শিথিল করে চিন সরকার। তার পরেই আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে বলে দাবি। বেজিংয়ের বেশ কিছু রেস্তোরাঁ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি যাতে ভয়াবহ আকার ধারণ না করে, তাই আগে থেকেই হাসপাতালগুলিকে তৈরি রাখার পাশাপাশি ওষুধের পর্যাপ্ত সরবরাহে জোর দেওয়া হচ্ছে। ষাটোর্ধ বাসিন্দাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

    চিনে ফের দাপট বাড়ছে করোনার! তৈরি রাখা হচ্ছে হাসপাতাল ও পর্যাপ্ত ওষুধ।

    জয়ী হয়েছেন স্ত্রী রিভাবা , আনন্দে আত্মহারা হয়ে ঢোল বাজিয়ে , টাকা উড়িয়ে সেলিব্রেট জাদেজার।

    চিংড়িহাটার ঘটনায় আহতদের ১ লক্ষ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    ফের মুখোমুখি মোদী-মমতা! জি-২০ সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী।

    MORE NEWS – তিনদিনের সফরে আজ মেঘের দেশে মমতা ও অভিষেক, লক্ষ্য মেঘালয় নির্বাচন।

    আগামী বছর শুরুতেই মেঘালয় বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনে অংশ নেবে বাংলার শাসকদল। তাই মেঘালয়কে পাখির চোখ করে আজ, সোমবার তিনদিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার ভিনরাজ্যের রাজনৈতিক সফরে তাঁর সঙ্গী অভিষেক। মেঘালয়ে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই সফরে তাঁদের সঙ্গে থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। মঙ্গলবার মেঘালয়ের শিলংয়ে কর্মীসভা করবেন মমতা ও অভিষেক। শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments