More
    Homeরাজনৈতিকফের মুখোমুখি মোদী-মমতা! জি-২০ সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী।

    ফের মুখোমুখি মোদী-মমতা! জি-২০ সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী।

    Today Kolkata:- জি-২০ সম্মেলন নিয়ে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমতো আজ, শুক্রবার এই নিয়ে ফের মুখোমুখি হতে চলেছেন মোদী-মমতা। উপস্থিত থাকবেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। বিকেল ৫টায় ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর কালীঘাটের বাসভবন থেকে বৈঠকে অংশ নেবেন। জি-২০ সম্মেলনের বেশ কয়েকটি অনুষ্ঠান পশ্চিমবঙ্গে হবে। এর জন্য বাংলার চার জায়গাকে বেছে নেওয়া হয়েছে। সেই বিষয়েও এদিন বৈঠকে আলোচনা হতে পারে সূত্রের খবর।

    উল্লেখ্য, একই বিষয় নিয়ে ৫ ডিসেম্বর মুখোমুখি হয়েছিলেন মোদী-মমতা। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ওই বৈঠকে কেন্দ্রকে সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল প্রমুখ। ছিলেন অন্যান্য অরবিন্দ কেজরিওয়াল, জগনমোহন রেড্ডি ও প্রমুখ রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। চারদিনের দিল্লি সফর শেষে বৃহস্পতিবারই কলকাতা ফিরেছেন মমতা। এদিন ফের বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি।

    প্রসঙ্গত, ২০২৩-এ ভারতে জি ২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। মূলত সেই কারণে সোমবার দিল্লিতে দেশের সব স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তৃণমূল সভানেত্রী হিসেবে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার বৈঠক হচ্ছে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। সম্মেলনের প্রস্তুতি হিসেবে তার আগে দেশের বিভিন্ন জায়গায় ২০০টিরও বেশি বৈঠক অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে।

    ফের মুখোমুখি মোদী-মমতা! জি-২০ সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী।

    MORE NEWS – মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি লোকো পাইলট ও সহকারীদের!

    রেলের লোকো পাইলট ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মোবাইল ফোন ব্যবহারে জারি করা হল নিষেধাজ্ঞা। অন ডিউটিতে থাকাকালীন তাঁরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শিয়ালদহ স্টেশনের কাছে লোকাল ট্রেনের দুর্ঘটনার পরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। তারপরই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে শান্টিং মোটরম্যানকে।প্রসঙ্গত, আগেই এই ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল রেল বোর্ড। কিন্তু সে নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকে মোবাইল ব্যবহার করছেন বলে অভিযোগ। এবার শিয়ালদহ লোকাল ট্রেনের দুর্ঘটনার পর সেই নির্দেশিকা স্মরণ করিয়ে দিল রেল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments