More
    Homeঅনান্যCar Parking গাড়ি পার্কিং করার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন কয়েকজন ফাস্টফুড বিক্রেতা।

    Car Parking গাড়ি পার্কিং করার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন কয়েকজন ফাস্টফুড বিক্রেতা।

    মালদা, ২৭ জুন:- দোকানের সামনে বেআইনিভাবে গাড়ি পার্কিং (Car Parking) করার প্রতিবাদ করায় অটোচালকদের একাংশের হামলায় আক্রান্ত হলেন কয়েকজন ফাস্টফুড বিক্রেতা। মঙ্গলবার দুপুরে এই গোলমালের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মালদা শহরের ব্যস্তবহুল স্টেশন রোড এলাকায় অন্যায় ভাবে কয়েকজন অটোচালকের হামলার প্রতিবাদ জানিয়ে ফাস্টফুড বিক্রেতারা স্টেশন রোডের একটি লেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। দীর্ঘ আলোচনার পর অবশেষে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। তবে এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত ব্যবসায়ীরা। উল্লেখ্য, মালদা শহরের স্টেশন রোডের একাংশের অসংখ্য বিরিয়ানি এবং ফাস্টফুডের দোকান রয়েছে। আরেক প্রান্তে রয়েছে অটো স্ট্যান্ড। রাস্তার ধারে এই অটো স্ট্যান্ডকে ঘিরেই দীর্ঘদিন ধরেই প্রশাসনের তরফ থেকে তুলে দেওয়ার জন্য নানাভাবে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছিল। পরবর্তীতে সেই অটো স্ট্যান্ড তোলা প্রশাসনের পক্ষে সম্ভব হয় নি।

    এদিন দুপুরে স্টেশন রোডের একটি বিরিয়ানি দোকানের সামনে অটো দাঁড়িয়ে থাকাকে ঘিরেই ব্যবসায়ী এবং চালকের মধ্যে বচসা শুরু হয়। এরপরই কয়েকজন অটোচলক অতর্কিতে ওই ব্যবসায়ীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্ত ফাস্টফুড ব্যবসায়ী মিঠুন কর্মকার বলেন, দোকানের সামনে অটো রেখেছিল বলেই সরাতে বলেছিলাম । অথচ পাঁচ থেকছ ছয়জন অটো চালকের সঙ্গে এসে আমাকে বেদম মারধর করে। পরে আশেপাশের ব্যবসায়ীরা এসে আমাকে হামলার হাত থেকে বাঁচায়। এরপরই এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে স্টেশন রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। পুরো ঘটনার ব্যাপারে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার অটো স্ট্যান্ড কর্তৃপক্ষের পাল্টা জানিয়েছে, ব্যবসায়ীরা প্রথমে গোলমাল করেছে। এখানে তাদের কোনো দোষ নেই। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

    Car Parking গাড়ি পার্কিং করার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন কয়েকজন ফাস্টফুড বিক্রেতা।

    MORE NEWS – মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

    মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সোমবার সকালে ইংলিশ বাজার পৌরসভা পক্ষ থেকে হাসপাতাল চত্বর জুড়ে সাফাই অভিযান চালানো হয়। এরপরই হাসপাতাল চত্বর পরিদর্শনে আসেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। হাসপাতাল চত্বর পরিদর্শন করার পাশাপাশি তিনি বিভিন্ন নিকাশী নালা পরিদর্শন করেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments