More
    Homeঅনান্যজমিতে কাজ করতে গিয়ে মহিষের শিংয়ের আঘাতে গুরুতর যখন এক মহিলা।

    জমিতে কাজ করতে গিয়ে মহিষের শিংয়ের আঘাতে গুরুতর যখন এক মহিলা।

    মালদা:- বাড়ির পাশে জমিতে কাজ করতে গিয়ে মহিষের শিংয়ের আঘাতে গুরুতর যখন এক মহিলা। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত মহিলার নাম তালাময় হেমব্রম বয়স(৫০)বছর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদা জেলার হবিবপুর থানার আকতল গ্রাম পঞ্চায়েতের নরসিংহ বাটি এলাকায়। স্থানীয় পরিবার সূত্রে জানা যায় বাড়ির পাশেই ওই মহিলা জমিতে কাজ করতে যাওয়ার সময় একটি মহিষ তাকে তারা করে। সেই সময় মহিলা পড়ে যায়। এরপর মহিষটি মহিলা কে গুরুতর আঘাত করে তার শরীরে। মহিষের শিংয়ের আঘাত তার বুকে ঢুকিয়ে দেয়।এরফলে গুরুতর চোট পান ওই মহিলা। স্থানীয়রা তার চিৎকার শুনে ওই মহিলাকে মহিষের হাত থেকে বাঁচায়। তড়িঘরি আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতলে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেলে ওই মহিলা।

    জমিতে কাজ করতে গিয়ে মহিষের শিংয়ের আঘাতে গুরুতর যখন এক মহিলা।

    Kharagpur পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে গুলিচালনার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

    Hili Health Department গর্ভবতী মহিলাদের যোগ দিবসে বিশেষ প্রশিক্ষণ ও থ্যালাসেমিয়া স্ক্রীনিং ক্যাম্প।

    বছরের প্রথম দিকে পঞ্চায়েত ভোট ভোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    Karsiong Bazar কার্শিয়াং বাজারে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে।

    MORE NEWS – সঙ্গীত জগতের কিংবন্তি ত্রয়ী শিল্পিদের স্মরণে নিষ্ঠার সাতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো।

    বিগত প্রায় দুই বছর ধরে করোনা অতিমারীর কারণে এমন ধরনের সকল অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছিল, এখন আগের তুলনায় অনেকটা কম কিন্তু করোনা মুক্ত নয়। তাই গুটি কয়েক শিল্পী ও শ্রোতাদের নিয়ে করোনার প্রকোপ মাথায় রেখে সোশ্যাল ডিসটেন্স মেনে মাটির গান লোকায়ত শিল্প চর্চার আয়াস কেন্দ্রের সঙ্গীত শিল্পীদের পক্ষ থেকে পালন করা হলো এই দিনটি। মাল্যদান ও সংগীতের মধ্য দিয়ে সর্গীয় সঙ্গীত জগতের তিন মহা নক্ষত্র কিংবন্তি শিল্পী লতা মঙ্গেশকর,সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পী লাহিড়ী কে স্বরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিন। উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলার বিশিষ্ঠ সাহিত্যিক ঝরস্যয় চট্টোপাধ্যায়, তালবদ্য শিল্পী দোলন ধর,বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments