More
    Homeঅনান্যKharagpur পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে গুলিচালনার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু...

    Kharagpur পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে গুলিচালনার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

    Today Kolkata:- জানা গেছে, সোমবার রাতে খড়গপুর (Kharagpur) শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় একটি স্কুটিতে করে এসে তিন দুষ্কৃতী ভেঙ্কট ওরফে প্রসাদ রাও নামে এক যুবককে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। কয়েক রাউন্ড গুলি চালিয়েই দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রসাদ রাও। তাকে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর শহর জুড়ে। খড়্গপুর টাউন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটজন সন্দেহভাজনকে আটক করে করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। আজ রাজ্য পুলিশের ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল, ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। অন্যদিকে, আজ খড়্গপুর মহকুমা হাসপাতালে মৃত যুবকের মরদেহের ময়না তদন্ত করা হচ্ছে।

    Kharagpur পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে গুলিচালনার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

    দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, চাকদহ পৌরসভার সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি।

    মালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা।

    বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউর জেলাশাসক দপ্তরে ডেপুটেশন ও বিক্ষোভ প্রদর্শন করা হলো।

    MORE NEWS – মানিকচকের কালিন্দী এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ধৃত এক।

    মানিকচকের (Manikchak) কালিন্দী এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ধৃত এক। রবিবার গভীর রাতে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার গোপন সূত্র মারফত খবর পান শোভানগর থেকে বাইকে করে এক দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র সহ মানিকচকের দিকে প্রবেশ করছে সেই গোপন সূত্রের খবর অনুসারে মানিকচক থানার এসআই কাজল দাস ও ভঞ্জন ঘোষের নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী হানা দেয় সেই এলাকায় এবং কালিন্দী এলাকায় সেই ব্যক্তিকে দেখতে পেয়ে ধরে ফেলে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। CONTINUE READING

    MORE NEWS – প্রয়াত অমূল্যভূষণ গুপ্তকে শেষ শ্রদ্ধা বারাসাত পুরসভার।

    রবিবার ব্যাঙ্গালোরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ডঃ অমূল্যভূষণ গুপ্তর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সকালে অমূল্যবাবুর নিথর দেহ দমদম বিমানবন্দরে সকালে পৌঁছায়। প্রবীণ এই শিক্ষাবিদের মরদেহ আনতে দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার (Barasat Municipality) চেয়ারম্যান অশনি মুখার্জি, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments