More
    Homeঅনান্যBarasat Municipality প্রয়াত অমূল্যভূষণ গুপ্তকে শেষ শ্রদ্ধা বারাসাত পুরসভার।

    Barasat Municipality প্রয়াত অমূল্যভূষণ গুপ্তকে শেষ শ্রদ্ধা বারাসাত পুরসভার।

    লোকেটার, বারাসাত:- রবিবার ব্যাঙ্গালোরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ডঃ অমূল্যভূষণ গুপ্তর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সকালে অমূল্যবাবুর নিথর দেহ দমদম বিমানবন্দরে সকালে পৌঁছায়। প্রবীণ এই শিক্ষাবিদের মরদেহ আনতে দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার (Barasat Municipality) চেয়ারম্যান অশনি মুখার্জি, বারাসাত পুরসভার স্বাস্থ্য ও শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি  কাউন্সিলর ডাঃ বিবর্তন সাহা, বিশিষ্ট সমাজসেবী নির্মল রায়চৌধুরী , বারাসাত পুরসভার বেশ কয়েকজন চেয়ারম্যান ইন কাউন্সিল, কাউন্সিলর সহ অমূল্যবাবুর পরিবারের সদস্যরা। সেখান থেকে বারাসাত পুরসভা ও জেলা পুলিশের উদ্যোগে পূর্ন সম্মানের সাথে ডঃ অমূল্যভূষণ গুপ্তর মরদেহ আনা হয় বারাসতের ব্যারাকপুর রোড সংলগ্ন তাঁর বাড়িতে।

    সেখানে ডঃ অমূল্যভূষণ গুপ্তকে শেষ শ্রদ্ধা জানান বারাসাত পুরসভা, বেশ কয়েকটি সমাজসেবী সংগঠন, সহ অগণিত মানুষ। এরপর বারাসাত কলোনিমড়ে প্রবীণ এই শিক্ষাবিদের মৃতদেহ পৌঁছয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান মিডিয়া পার্সেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন, মধ্যমগ্রাম প্রেস ক্লাবের সদস্যরা। এখান থেকে কলকাতার শ্মশানঘাটে প্রবীণ এই শিক্ষাবিদের মরদেহ নিয়ে যাওয়া হয়। ওই শ্মশানে দাঁড়িয়ে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখার্জি জানান   ডঃ অমূল্যভূষণ গুপ্তর মৃত্যুতে বারাসাত তাঁর অহংকারকে হারালো। অন্যদিকে এদিন ডঃ অমূল্যভূষণ গুপ্তর প্রতি শ্রদ্ধা জানিয়ে মিডিয়া পার্সেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও মধ্যমগ্রাম প্রেস ক্লাব হৃদয়পুর নব সোপানের ফুড ব্যাঙ্কের মাধ্যমে  শতাধিক অসহায় শিশু ও ভবঘুরের হাতে খাবার তুলে দেয়।

    Barasat Municipality প্রয়াত অমূল্যভূষণ গুপ্তকে শেষ শ্রদ্ধা বারাসাত পুরসভার।

    মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

    MORE NEWS – দীঘার সুমুদ্রে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে পর্যটকের মৃত্যু।

    দীঘার (Purba Medinipur Digha) সুমুদ্রে স্নানে নেমে সমুদ্রে তলিয়ে পর্যটকের মৃত্যু। গতকাল বারাসাত থেকে একটি পর্যটকের দল দীঘায় বেড়াতে আসে, আজ দুপুরে ওল্ড দীঘার জগন্নাথ ঘাটের কাছে সমুদ্রে স্নান করতে নামেন দত্তপুকুর এলাকার বাসিন্দা রতন সামন্ত (৩৫ ) সঙ্গে স্ত্রী ও পাঁচ বছরের বাচ্চা। এমন সময় রতন স্নান করতে করতে গভীর সমুদ্রে চলে যান ঘটনাটি দেখতে পান তার দলের অন্যান্যরা তড়িঘড়ি করে রতন বাবুর স্ত্রীকে উদ্ধার করতে পারলেও রতন নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় পর দীঘার পুলিশ প্রশাসন নজরদারি চালানো শুরু করে স্পিড বোর্ড ও নামানো হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments