More
    Homeঅনান্যChandrakona Kankaboti দুই বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য।

    Chandrakona Kankaboti দুই বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য।

    Today Kolkata:- ২ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু! খুন! নাকি স্বাভাবিক মৃত্যু, বুঝে উঠতে পারছেন না পরিবার-পরিজন থেকে আত্মীয়-স্বজনরা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের কঙ্কাবতী গ্রামে (Chandrakona Kankaboti)। ছোট্ট শিশুর মৃত্যুর পরেও তার মায়ের চোখে দেখা গেল না কোন জল বা দুঃখের ছাপ! পাশাপাশি মায়ের কথাতেও বেশ কিছু অসঙ্গতি দেখা দিয়েছে। প্রাথমিকভাবে মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীকে আটক করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনা কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনার কঙ্কাবতী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর সাড়ে চারটা নাগাদ ওই মহিলা তার শিশু সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য যান ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। ডাক্তারের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। ডাক্তারদের অনুমান হাসপাতালে আসার ২-৩ ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তাই হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হতেই খবর দেন পুলিশে। রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় মৃত
    শিশুর পরিবারের লোকজন। পুলিশ এসে মৃত শিশুর মা অর্থাৎ সুমিত্রা মল্লিকের সাথে কথা বলে তার দ্বিতীয় পক্ষের স্বামী পিরু পাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।

    Chandrakona Kankaboti দুই বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য।

    MORE NEWS – বিশ্ব পরিবেশ দিবস সচেতনতা উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মান্দারমনি উপকূল থানার পুলিশ।

    আগামীকাল 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এদিকে আবার শনিবার ও রবিবার সৈকত নগরী পর্যটন এলাকায় এমনিতেই পর্যটক আনাগোনা পরিপূর্ণ থাকে। বিশ্ব পরিবেশ দিবস সচেতনতা উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মান্দারমনি উপকূল থানার পুলিশ। গত কয়েকদিন ধরে মন্দারমনি সৈকত প্লাস্টিক বর্জনে পর্যটকদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি মান্দারমনি কোস্টাল থানার ওসি অনুষ্কা মাইতি সহ পুলিশ কর্মীরা নিজে হাতে প্লাস্টিক পরিষ্কার করছেন। ওসি কর্মকাণ্ডে খুশি বেড়াতে আসা পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। CONTINUE READING

    MORE NEWS – চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল নাইজেরিয়ান ফুটবলার N. Guessan’র।

    চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল নাইজেরিয়ান (Nigeria) ফুটবলার বছর ২৪শের N.Guessan’, ব্যারাকপুরের দিক থেকে শিয়ালদা থেকে যাওয়ার সময় টিটাগর গান্ধী প্রেম নিবাসের কাছে আসতেই আচমকা ট্রেন থেকে পড়ে যায় সে ঘটনাস্থলে গুরুতর আহত হয় N. Guessan। 2 ও 3 নম্বর লাইনের মাঝখানে পুড়ে যাওয়ার পর কোনোক্রমে নিজের চেষ্টায় গান্ধী প্রেম নিবাস আশ্রমের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments