More
    Homeঅনান্যCivic Volunteer পাটক্ষেতে মিললো সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ।

    Civic Volunteer পাটক্ষেতে মিললো সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ।

    মালদা:- বাড়ি থেকে ৫০০ মিটার দূরে পাটক্ষেতে মিললো সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে বৈষ্ণব নগর থানা এলাকার বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের পেছনের পাটক্ষেতে। জানা গেছে, এদিন সকালে নিজের জমিতে কাজ করতে যাওয়ার পথে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারপরেই তারা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ সেখানে আসে। ইতিমধ্যেই পুলিশ জানতে পারে ওই রক্তাক্ত দেহটি তাদের থানার একজন সিভিক ভলেন্টিয়ার বচ্চন মণ্ডলের। তার বাড়ি মির্জাচক চাইপাড়াতে। সে ভিলেজ পুলিশের আন্ডারে কাজ করতো। মূলত এলাকায় কোন ঝামেলা বা অশান্তি হলে সেসব খোঁজ খবর রাখাই ছিল তারা কাজ। পরিবার সুত্রে জানা গেছে, ওই সিভিক ভলান্টিয়ার গতকাল রাত্রে বাজারে গিয়েছিল, তার পরে সে বাড়ি ফেরে এবং রাতের খাবার খেয়ে আবারো বাইরে বের হয়। কিন্তু রাতে সে আর বাড়ি ফেরেনি। পরিবার সুত্রে আরও জানা গেছে, রাত্রে খাবার খাওয়ার সময় অনেকবার তার ফোনে কেউ ফোন করছিল।

    সেই ফোন পেয়েই সে বাইরে যায় এবং রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোক বারবার ফোন করলেও তার ফোন সুইচ অফ আসে। এরপর সকালে তারা খোঁজাখুঁজির সময় স্থানীয়দের কাছ থেকে শুনতে পাই যে হাসপাতালের পেছনে একটি রক্তাক্ত মৃত দেহ ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। সেই খবর জানতে পেয়ে তারা ঘটনাস্থলে যাই এবং দেখতে পাই যে বচ্চন মণ্ডলকেই কেউ বা কারা খুন করে ফেলে রেখেছে। ইতিমধ্যেই এই ঘটনার ফলে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। বৈষ্ণবনগর থানার পুলিশও রীতিমত ঘটনার তদন্ত শুরু করেছে।

    Civic Volunteer পাটক্ষেতে মিললো সিভিক ভলান্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ।

    MORE NEWS – চা চক্রে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

    সকাল সকাল খরগোপুর শহরে মর্নিং ওয়াক সেরে চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা প্রসঙ্গে, বলতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন যখন কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছিল তখন এখান থেকে বহু নেতা-নেত্রী চিৎকার চেঁচামেচি করছিলেন, পাল্টা প্রশ্ন তুলেছেন তাহলে আপনারা কেন বন্ধ করেছেন? কেননা পরিস্থিতি সামাল দিতে পারছে না তাই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments