More
    Homeঅনান্যRoad Accident গভীর রাতে হাওড়া ফোরশোর রোডের লরির ধাক্কায় মৃত্যু প্রাইভেট গাড়ি...

    Road Accident গভীর রাতে হাওড়া ফোরশোর রোডের লরির ধাক্কায় মৃত্যু প্রাইভেট গাড়ি চালক।

    Today Kolkata:- Road Accident গভীর রাতে হাওড়া ফোরশোর রোডের লরির ধাক্কায় মৃত্যু প্রাইভেট গাড়ি চালক 32 বছরের বিকাশ রায়ের। রাত তিনটে নাগাদ প্রাইভেট গাড়ি চালকের কাছে একটা ফোন কল আসে। তারপর বিকাশ গাড়ি নিয়ে বেরিয়ে যায় কিছুক্ষণ পর পুলিশের ফোন আসে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিকাশ রায়। ঘটনাস্থল থেকে লরি ধাক্কা মেরে পালিয়ে যায় প্রাইভেট গাড়িটি একটি দেয়ালে ধাক্কা মেরে আটকে যায় চালকের আসনে বসে থাকা বিকাশের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এত রাতে কার ফোন এসেছিল যার ফলে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলে এবং এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো সবটাই খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ। পরিবারের লোকজন জানাচ্ছেন বিকাশের বিয়ে ঠিক হয়ে গেছিল কথাবার্তা চলছিলো কিছুদিনের মধ্যে তার দেশের বাড়ি বিহারে চলে যাবে। এত রাতে ফোন কল আসার জন্য গাড়ি নিয়ে বের হল এবং দুর্ঘটনা তার মৃত্যু হল। পুরো ঘটনায় রহস্য দানা বেঁধেছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আর হাওড়া থানার পুলিশের তরফ থেকে। বাড়ির সামনে দুর্ঘটনা কবলে পড়লেন গাড়িচালক।

    Road Accident গভীর রাতে হাওড়া ফোরশোর রোডের লরির ধাক্কায় মৃত্যু প্রাইভেট গাড়ি চালক।

    উত্তর দিনাজপুরের রায়গঞ্জের খরমুজাঘাট এলাকার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই চোর।

    Paschimbanga Pragatishil Hawker’s Union পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নে উদ্যোগে বর্ধিত সভা আয়োজিত হয়।

    Blood Donation Camp গ্রীষ্মকালীন আবহে রক্তের সংকট মেটাতে আয়োজন করা হল রক্তদান শিবিরের।

    Malda Missing Case মালদহের আইসানী নবাব নগর এলাকার বাসিন্দা জ্যোৎস্না সরকার নিখোঁজ।

    বিজেপি নেত্রীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।

    MORE NEWS – নৈহাটি স্টেশন থেকে বিপুল পরিমানে কচ্ছপ তুলেদিল জিআরপি থানার হাতে।

    ফের নৈহাটি স্টেশন (Naihati Station) থেকে বড় ছোট বিপুল পরিমানে কচ্ছপ সাধারণ মানুষ তুলেদিল জিআরপি থানার হাতে। আজ ভোর বেলায় নৈহাটি ফেরিঘাট পেরিয়ে শিয়ালদা গামী ডাউন ট্রেনে তুললে প্রচুর দুর্গন্ধ বের হয়। যাত্রীদের কথাবার্তার চাপে পথে আছে এই কচ্ছপ কাহিনী। তারা এই কচ্ছপ সমেত দুজন মহিলা কে তুলে দেয় নৈহাটি জিআরপি থানায়। সূত্র মারফত জানা যায় ধৃত মহিলা একজন উত্তর প্রদেশের সুলতানপুর এলাকার রিয়া পাথরকর, অন্য আরেকজন কাঞ্চন পাথর কর।ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে পাকরো গ্রামে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments