More
    HomeখবরPaschimbanga Pragatishil Hawker's Union পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নে উদ্যোগে বর্ধিত সভা আয়োজিত...

    Paschimbanga Pragatishil Hawker’s Union পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নে উদ্যোগে বর্ধিত সভা আয়োজিত হয়।

    Today Kolkata:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো এবং 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী রূপে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে এবং হকারদের সুরক্ষা নিরাপত্তা ও সাংগঠনিকভাবে উন্নয়নশীল এবং একাধিক কর্মসূচিকে সামনে রেখে উত্তর কলকাতার জেলার পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নে (Paschimbanga Pragatishil Hawker’s Union) উদ্যোগে বর্ধিত সভা আয়োজিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উত্তর কলকাতার পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নের সভাপতি শচীন ত্রিপাঠী, সহ-সভাপতি রতন শাহ (বাবলু), উত্তর কলকাতার প্রগতিশীল হকার ইউনিয়নের কার্যকরী সভাপতি অজয় ভট্টাচার্য, কলকাতা 12 নম্বর ওয়ার্ডের পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নের সভাপতি অসীম নাইয়া তৃণমূল কংগ্রেসে এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নে অন্যান্য উচ্চতর নেতৃত্ববৃন্দ।

    Paschimbanga Pragatishil Hawker’s Union পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নে উদ্যোগে বর্ধিত সভা আয়োজিত হয়।

    MORE NEWS – ভোররাত থেকে শুভেন্দু অধিকারীর বাড়ির তিনটে রাস্তা পুলিশ মোতায়েন।

    ভোররাত থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির তিনটে রাস্তা পুলিশ মোতায়েন। তিনটে বাড়িরর তিনদিক মিলিয়ে প্রায় একশ থেকে দেড়শ পুলিশ মোতায়ন ছিল। সকালের দিকটা প্রথমত কিছু বুঝতে না পারলেও বেলা বাড়তেই বোঝা যায় শুভেন্দু অধিকারীর হাওড়ার দিকে একটি কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে, সেই কারণে হয়তো তিনি যাতে বাড়ি থেকে বের হতে না পারেন ছিল তার প্রথম কৌশল। পুলিশের কিন্তু খবর সম্প্রচারের পরে আস্তে আস্তে উঠে যায় পুলিশ কিন্তু কিছুক্ষণ পর জানা যায় শুভেন্দু অধিকারী যাতে বাড়ি থেকে না বেরিয়ে হাওড়া না জান। জেলা প্রশাসনের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে, CONTINUE READING

    MORE NEWS – চা চক্রে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

    সকাল সকাল খরগোপুর শহরে মর্নিং ওয়াক সেরে চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা প্রসঙ্গে, বলতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন যখন কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছিল তখন এখান থেকে বহু নেতা-নেত্রী চিৎকার চেঁচামেচি করছিলেন, পাল্টা প্রশ্ন তুলেছেন তাহলে আপনারা কেন বন্ধ করেছেন? কেননা পরিস্থিতি সামাল দিতে পারছে না তাই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments