More
    HomeখবরDA Mamla ডিএ নিয়ে আদালত অবমাননা মামলার শুনানির আগে হলফনামা জমার তোড়জোড়...

    DA Mamla ডিএ নিয়ে আদালত অবমাননা মামলার শুনানির আগে হলফনামা জমার তোড়জোড় নবান্নে।

    Today Kolkata:- DA Mamla উচ্চ আদালত রায় দিয়ে রাজ্যকে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ দিয়েছিল। কিন্ত সেই নির্দেশ মেনে পদক্ষেপ করেনি রাজ্য সরকার। এই আবহে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি শুরু হতে চলেছে। কিন্ত ডিএ নিয়ে আদালত অবমাননা মামলার শুনানির আগে রাজ্য কি আদৌ যাবে সুপ্রিম কোর্টে? এই জল্পনাই ক্রমশ তীব্র হচ্ছে প্রশাসনের অন্দরে। যত সময় যাচ্ছে, ততই রাজ্যের সুপ্রিম মামলার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। সরকারি কর্মীদের একাংশের মতে, রাজ্যে এখনই এই মামলা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে না। বরং কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ে হলফনামা জমা দেওয়ার প্রস্তুতি চলছে প্রশাসনের শীর্ষমহলে। শুক্রবার যদি হলফনামা জমা দেওয়ার বিষয়টি রাজ্য এড়াতে চাইত, তাহলে আগেই সুপ্রিম কোর্টে যেতে হত। এদিকে সুপ্রিম কোর্টেও মুখ পোড়ার আশঙ্কা ছিল রাজ্যের।

    Kolkata High Court আরও ১১২ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিল হাই কোর্ট।

    কারণ এর আগে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং সরবরাহ সংস্থার কর্মীদের কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে হলফনামা দিয়ে ডিএ মেটানো নিয়ে নিজেদের অবস্থান জানানোর কথা হাই কোর্টে। মঙ্গলবার পর্যন্ত এ নিয়ে কোনও তথ্য পায়নি কর্মচারী সংগঠনগুলি। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘২০ মে আদালত বলেছিল তিন মাসের মধ্যে ডিএ দিতে হবে। ২২ সেপ্টেম্বর পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছিল আদালত। এতদিন পর্যন্ত সরকারের কাছে ডিএ দেওয়ার সুযোগ ছিল। ৪ তারিখ মুখ্যসচিব-অর্থসচিব হলফনামা দিলে আমাদেরও বক্তব্য জানাতে হবে আদালতকে।’’

    DA Mamla ডিএ নিয়ে আদালত অবমাননা মামলার শুনানির আগে হলফনামা জমার তোড়জোড় নবান্নে।

    MORE NEWS – চাকরির বয়স বাড়ানোর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ , চাকরি প্রার্থীকে ‘চড়’ মারলেন পুলিশকর্মী।

    চাকরির বয়স বাড়ানোর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একদল চাকরিপ্রার্থী। সেখানেই এক চাকরিপ্রার্থীর গালে সপাটে চড় কষালেন পুলিশ আধিকারিক। কর্ণাটকের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নানা জায়গায়। পুলিশের দাবি, নিয়ম ভেঙে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ঢুকতে চেষ্টা করছিল চাকরিপ্রার্থীরা, সেই জন্য তাদের একজনের গায়ে হাত তোলা হয়েছে। অন্যদিকে চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা কোনও সমস্যা তৈরি করেননি। বরং ন্যায্য দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, পুলিশে নিয়োগ সংক্রান্ত দাবি নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন চাকরিপ্রার্থীরা। ঠিক কী ঘটেছিল? CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments