More
    Homeঅনান্যDakhineswar দক্ষিণেশ্বর মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড প্রযুক্তির উদ্বোধন।

    Dakhineswar দক্ষিণেশ্বর মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড প্রযুক্তির উদ্বোধন।

    Today Kolkata:- দক্ষিণেশ্বর (Dakhineswar) মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড প্রযুক্তির উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী দক্ষিণেশ্বরে স্কাইওয়াক এর জন্য ধন্যবাদ জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধায়ক মদন মিত্র পৌরপ্রধান গোপাল সহ দক্ষিণেশ্বর মন্দিরের কছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরীকে। পাশাপাশি তিনি আরো বলেন যারা নেগেটিভ লোক হয় সারাক্ষণ কচুরিপানা হয় পরিণত করেছে। তিনি আরো বলেন দাঙ্গাবাজরা কখনো হিন্দু মুসলিম শিখ জৈন হয় না কিছু নেতা নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্যই এই দাঙ্গা পড়ার জন্য উৎসাহিত করেন। দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়নের জন্য নতুন করে 10 কোটি টাকা বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনেকে বলেন মুখ্যমন্ত্রী নামাজ পড়েন আমি কখনোই তা করি না আমি ইফতার পার্টিতে যায় যেখানে রোজার পরে সমস্ত মানুষ মিলিত হন আমি শুধু সেখানে অংশগ্রহণ করি।

    Dakhineswar দক্ষিণেশ্বর মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড প্রযুক্তির উদ্বোধন।

    MORE NEWS – জাতীয় দ্রব্য শুকিয়ে অচৈতন্য অবস্থায় ঘর থেকে চুরি করে চম্পট দিল একদল দুষ্কৃতী।

    দুঃসাহসিক চুরি।মাঝ রাতে নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে অচৈতন্য অবস্থায় ঘর থেকে চুরি করে চম্পট দিল একদল দুষ্কৃতী।ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানিকচকের ধরমপুর বাজার এলাকায়। পরিবার সূএে জানা গেছে, জোসনারা বিবি এবং তার মেয়েকে ঘুমন্ত অবস্থায় নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে অচৈতন্য করে শরীর থেকে গহনা খুলে নেয় এমনকি ঘরের আলমারি ভেঙ্গে সোনার গহনা নগদ প্রায় ২০ হাজার টাকা, CONTINUE READING

    MORE NEWS – কামতাপুরি পিপলস্ পার্টি ইউনাইটেড পক্ষ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে এক বাইক র‍্যালি।

    কামতাপুরি পিপলস্ পার্টি ইউনাইটেড পক্ষ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে এক বাইক র‍্যালি করাহয়, এদিন হবিবপুর থানার কেন্দপুকুর বাদল মাঠ থেকে এই বাইক র‍্যালি বের হয় হবিবপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের যাবে এই বাইক র‍্যালি। প্রশাসনের তরফে পারমিশন না পাওয়ায় পরে সিদ্ধান্ত হয় পাঁচটি করে বাইক নিয়ে প্রচার চালাবে। এদিন এই র‍্যালির মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন পৃথক রাজ্য ও কামতাপুরি ভাষা স্বীকৃতি সহ বেকারত্ব দূরীকরণ দাবি জানিয়ে এদিন প্রচার চালান। এদিন উপস্থিত ছিলেন কামতাপুরি পিপলসপার্টি সাধারণ সম্পাদক সুভাষ বর্মন সহ পাটীর কর্মীরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments