More
    HomeখবরDangue ডেঙ্গি সংক্রমণে শীর্ষে রাজ্যের 'পাঁচ' জেলা! শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক।

    Dangue ডেঙ্গি সংক্রমণে শীর্ষে রাজ্যের ‘পাঁচ’ জেলা! শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক।

    Today Kolkata:- দক্ষিণে তেমন বৃষ্টি না হলেও উত্তর ভাসছে বন্যায়। এই সময় রাজ্যজুড়ে শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ (Dangue)। এই পরিস্থিতিতে শনিবার ডেঙ্গু নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠক ডাকল। সব সিএমএইচ ও ডিএম দের নিয়ে বৈঠক হবে। নেতৃত্ব দেবেন সাস্থ্য সচিব। নবান্নের শীর্ষ মহলের নির্দেশে এই বৈঠক ডাকা হয়েছে। জানা গিয়েছে, বৈঠকে কোভিড ভ্যাকসিন-সহ একাধিক ইস্যু নিয়েও আলোচনা হতে পারে। রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গি সংক্রমন ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে। হাওড়া ও কলকাতা নিয়ে চিন্তিত নবান্ন। তাই এই বৈঠক। ডেঙ্গি সংক্রমণের সরকারি রেকর্ড ইতিমধ্যেই কপালে ভাঁজ ফেলেছে নবান্নের আধিকারিকদের। ২০২০, ২০২১-এর তুলনায় বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, যা নিয়েই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব।

    প্রতিটি এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ ড্রাইভ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সরকারি তথ্য থেকে জানা যায়, ১১ অগাস্ট থেকে ১৭ অগাস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৩৫ জন। তার আগের সপ্তাহে এই সংখ্যাটা ছিল ৫৪৮। এখনও পর্যন্ত রাজ্যে গত ১৭ই অগস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪১৮৪। যা ঘুম উড়িয়েছে প্রশাসনের। এ নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর, পুর ও নগর উন্নয়ন দফতর দফায় দফায় বৈঠক করছে। নবান্ন সূত্রে খবর হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। এর মধ্যে হাওড়ায় ১০৭ জন, উত্তর ২৪ পরগনায় ৮৭ জন, কলকাতাতে ৭৪ জন, হুগলিতে ৭০ জন ও জলপাইগুড়িতে ৩৩ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে।

    Dangue ডেঙ্গি সংক্রমণে শীর্ষে রাজ্যের ‘পাঁচ’ জেলা! শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক।

    MORE NEWS – পুরসভা ও পুরনিগমগুলির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কড়া পদক্ষেপ নবান্নের।

    নগদ টাকা খরচের ক্ষেত্রে রাজ্যের প্রায় সব পুরসভা ও পুরনিগমগুলির বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছে কেন্দ্রের কম্পট্রোর অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি(CAG)। তাই রাজ্যের ৭টি পুরনিগমের মেয়র এবং ১২১টি পুরসভার চেয়ারম্যানদের এবার নগদ টাকা খরচের ক্ষেত্রে হাত-পা বাঁধতে চলেছে নবান্ন থুড়ি রাজ্য সরকার (Nabanna & Pourasova)। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের বিভাগীয় প্রধানকে চিঠি পাঠিয়েছে সিএজি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments