More
    HomeখবরNabanna & Pourasova পুরসভা ও পুরনিগমগুলির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কড়া পদক্ষেপ নবান্নের।

    Nabanna & Pourasova পুরসভা ও পুরনিগমগুলির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কড়া পদক্ষেপ নবান্নের।

    Today Kolkata:- নগদ টাকা খরচের ক্ষেত্রে রাজ্যের প্রায় সব পুরসভা ও পুরনিগমগুলির বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছে কেন্দ্রের কম্পট্রোর অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি(CAG)। তাই রাজ্যের ৭টি পুরনিগমের মেয়র এবং ১২১টি পুরসভার চেয়ারম্যানদের এবার নগদ টাকা খরচের ক্ষেত্রে হাত-পা বাঁধতে চলেছে নবান্ন থুড়ি রাজ্য সরকার (Nabanna & Pourasova)। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের বিভাগীয় প্রধানকে চিঠি পাঠিয়েছে সিএজি। চিঠিতে জানানো হয়েছে, সরকারি টাকা খরচে বকেয়া হিসেব মিলিয়ে প্রয়োজনীয় নথি দ্রুত কেন্দ্র সরকারের কাছে পেশ করতে হবে। তারপরই এই পদক্ষেপ করতে চলেছে নবান্ন। জানা গিয়েছে, রাজ্যের ৭টি পুরনিগমের মেয়র ও ১২১টি পুরসভার চেয়ারম্যানদের কাছ থেকে বকেয়া হিসেব সংক্রান্ত দীর্ঘদিনের সরকারি টাকা খরচের যাবতীয় লেনদেনের হিসাব চেয়ে পাঠিয়েছে নবান্ন। আগামী মঙ্গলবার বকেয়া হিসেব সংক্রান্ত দীর্ঘদিনের সরকারি টাকা খরচের যাবতীয় লেনদেন নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে।

    উল্লেখ্য, রাজ্যের প্রত্যেকটি পুরনিগম ও পুরসভায় বছরে একবার অডিট করে এজি বেঙ্গল। সেই সময় অবৈধভাবে টাকা খরচ নিয়ে আপত্তি তোলেন হিসাবরক্ষণের এই কেন্দ্রীয় সংস্থার আধিকারিক। ওই কর্তার দাবি, সমস্ত পুর কর্তৃপক্ষের কাছে এধরনের প্রায় সাড়ে পাঁচহাজারের বেশি অডিট প্যারা রয়েছে। (এহেন আপত্তিকর রিপোর্টকেই ‘অডিট প্যারা’ বলা হয়।) নবান্ন শূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন আগে যা হয়ে গিয়েছে তার হিসাব দেওয়া হোক। কিন্তু নতুন করে পুরসভার চেয়ারম্যানরা ও পুরনিগমের মেয়ররা যেন নগদ টাকা নিজেদের ইচ্ছা মতো খরচ না করেন। আগেই পুরসভায় কর্তাদের ইচ্ছামতো কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছিল অর্থদপ্তর। এবার নিয়ম ভেঙে নগদ টাকা খরচের ক্ষেত্রে মেয়র ও পুরপ্রধানদের হাত পা বাঁধতে চলেছে নবান্ন। এই নিয়ম ভাঙা টাকার হিসেব পেতে নবান্নের শীর্ষ কর্তাদের জবাব তলব করবে সিএজি।

    Nabanna & Pourasova পুরসভা ও পুরনিগমগুলির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কড়া পদক্ষেপ নবান্নের।

    MORE NEWS – ডেঙ্গি সংক্রমণে শীর্ষে রাজ্যের ‘পাঁচ’ জেলা! শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক।

    দক্ষিণে তেমন বৃষ্টি না হলেও উত্তর ভাসছে বন্যায়। এই সময় রাজ্যজুড়ে শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ (Dangue)। এই পরিস্থিতিতে শনিবার ডেঙ্গু নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠক ডাকল। সব সিএমএইচ ও ডিএম দের নিয়ে বৈঠক হবে। নেতৃত্ব দেবেন সাস্থ্য সচিব। নবান্নের শীর্ষ মহলের নির্দেশে এই বৈঠক ডাকা হয়েছে। CONTINUE READING
     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments