More
    HomeখবরDebanshu Bhattacharjya “মুখ্যমন্ত্রী সম্পর্কে কৌস্তভ বাগচীর মন্তব্য কুলাঙ্গারতম পুত্রের উদাহরণ”, মন্তব্য দেবাংশু...

    Debanshu Bhattacharjya “মুখ্যমন্ত্রী সম্পর্কে কৌস্তভ বাগচীর মন্তব্য কুলাঙ্গারতম পুত্রের উদাহরণ”, মন্তব্য দেবাংশু ভট্টাচার্যর।

    Today Kolkata:- গ্রেফতার হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi) ৷ এদিন ব্যাঙ্কশাল আদালত (Bankshal Court) থেকে ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান কৌস্তভ (Koustav Bagchi) ৷ কৌস্তভের বাবা কুশল বাগচী প্রতিহিংসার রাজনীতি হয়েছে বলে দাবি করেছেন। কৌস্তভের কথায়, ‘প্রতিহিংসার রাজনীতি। মৌচাকে ঢিল মেরেছি। তাই আমার বাড়িতে পুলিশ।’

    কৌস্তভ বাগচীর (Koustav Bagchi) গ্রেফতার নিয়ে সরগরম রাজনৈতিক শিবির৷ এবার কংগ্রেসকে আক্রমণ করলেন দেবাংশু ভট্টাচার্যর (Debanshu Bhattacharjya) । দেবাংশু (Debanshu Bhattacharjya) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মাতৃসমা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ভাষা ব্যবহার করা হয়েছে , পৃথিবীর কোনও কুলাঙ্গারতম পুত্র সেই ভাষা ব্যবহার করে না। এর আগে রোদ্দুর রায় নামক এক ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে উচ্চারণ অযোগ্য কিছু নোংরা ভাষা ব্যবহার করেন , তখন সিপিএম, কংগ্রেসের (Congress) এইসব বর্জ্য উকিলরা ওই বর্বরের পাশে দাঁড়িয়েছিলেন।

    দেবাংশু (Debanshu Bhattacharjya) আরও বলেন, ভাবতে খারাপ লাগে, সিপিএমের রক্তে যে দোষ ছিল, তা আজ কংগ্রেসেও ঢুকে গিয়েছে। অনিল বসুদের উত্তরাধিকার বহন করছে আজকের প্রজন্মের বাম, কংগ্রেসীরা। আমাদের প্রজন্মের রাজনৈতিক ছেলেমেয়েরাও যে পূর্বসূরীদের মতো এতটা বিষিয়ে যাবেন, কল্পনা করতে পারিনি৷ কোথায় ছিল নেহেরু বাজপেয়ীদের রাজনীতির ভাষা, আর কোথায় এদের৷ বঙ্গ রাজনীতির ভবিষ্যতের কথা ভাবলে বড্ড কষ্ট লাগে।

    Debanshu Bhattacharjya “মুখ্যমন্ত্রী সম্পর্কে কৌস্তভ বাগচীর মন্তব্য কুলাঙ্গারতম পুত্রের উদাহরণ”, মন্তব্য দেবাংশু ভট্টাচার্যর।

    Adeno Virus নিয়ে বাড়ছে উদ্বেগ, কেন্দ্রকে সতর্কতা বঙ্গ বিজেপির।

    MORE NEWS – অর্পিতা, হৈমন্তীর পরে এবার সোমা , নিয়োগ দুর্নীতি কাণ্ডে ক্রমশ বাড়ছে ‘রহস্যময়ী’’র সন্ধান।

    অর্পিতা, হৈমন্তীর পরে এবার সোমা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ক্রমশ বাড়ছে ‘রহস্যমই’’র সন্ধান। ইডি সূত্রের খবর, টেট দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নথিপত্র ঘেঁটে নাকি খোঁজ মিলেছে এই সোমা চক্রবর্তী (Soma Chakrabarty)। অভিযোগ, ২০২০ সালে এই সোমা চক্রবর্তীকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল (Kuntal Ghosh)। এমনকি, লেনদেন হওয়া টাকার অঙ্ক ৫০ লক্ষ টাকাও ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। শুধু লক্ষ লক্ষ টাকাই নয়, এই সোমা চক্রবর্তীকে (Soma Chakrabarty) ফ্ল্যাটি- গাড়়িও নাকি দিয়েছিলেন ধৃত যুব নেতা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments