More
    HomeখবরKoustav Bagchi জামিনের সওয়ালে বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবী, ৮ ঘণ্টার মধ্যেই...

    Koustav Bagchi জামিনের সওয়ালে বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবী, ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন কৌস্তভ৷

    Today Kolkata:- গ্রেফতার হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী৷ এদিন ব্যাঙ্কশাল আদালত (Bankshal Court) থেকে ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান কৌস্তভ (Koustav Bagchi) ৷ এ দিন সকাল আটটা নাগাদ কৌস্তভ বাগচীকে সরকারি ভাবে গ্রেফতার করা হয়৷ তারপর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলে পুলিশ ৷ সরকারি আইনজীবী আগামী ১০ মার্চ পর্যন্ত কৌস্তভের পুলিশ হেফাজতের আর্জি জানান৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এ দিন ভোর রাত তিনটে নাগাদ কৌস্তভ বাগচীর (Koustav Bagchi) ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় বড়তলা থানার পুলিশ৷ তাঁর বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ আনে পুলিশ৷

    কৌস্তভের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবী৷ সরকারি আইনজীবী ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানালেও পাল্টা কৌস্তভের হয়ে সওয়াল করতে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharjya) সহ অন্যান্য আইনজীবীরা দাবি করেন, কোনও বইয়ের অংশ তুলে বক্তব্য রাখা অপরাধ হতে পারে না৷ সেই বই বাজারেও পাওয়া যাচ্ছে৷ কৌস্তভের (Koustav Bagchi) বাড়িতে যেভাবে গভীর রাতে পুলিশ হানা দিয়েছে, তা জঙ্গিদের গ্রেফতারের সময় করা হয় বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতার পক্ষে সওয়াল করা আইনজীবীরা৷

    Koustav Bagchi জামিনের সওয়ালে বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবী, ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন কৌস্তভ৷

    Tripura নির্বাচনের ফল প্রকাশের পরে একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ত্রিপুরায়, একে অপরের বিরুদ্ধে তোপ শাসক-বিরোধীর।

    Enforcement Directorate অর্পিতা, হৈমন্তীর পরে এবার সোমা , নিয়োগ দুর্নীতি কাণ্ডে ক্রমশ বাড়ছে ‘রহস্যময়ী’’র সন্ধান।

    Election Commission তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়া উচিৎ-নির্বাচন কমিশনের কাছে দাবি শুভেন্দু অধিকারীর।

    Adeno Virus নিয়ে বাড়ছে উদ্বেগ, কেন্দ্রকে সতর্কতা বঙ্গ বিজেপির।

    ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ১৫৩, ৩৫৪(এ), ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯ ধারায় মামলা রুজু করেছে। এদিকে, দলীয় নেতার গ্রেপ্তারির খবর পাওয়ামাত্রই কংগ্রেস কর্মী-সমর্থকরা বড়তলা থানার সামনে ভিড় জমান। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। কিন্তু ঠিক কী কারণে গ্রেপ্তারি ? কৌস্তভের (Koustav Bagchi) দাবি , সাগরদিঘি উপনির্বাচনে হারের পর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পালটা জবাব দেন কৌস্তভ (Koustav Bagchi)। সে কারণে তাকে গ্রেপ্তার করা হয় বলেই দাবি কৌস্তভের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments