More
    Homeঅনান্যDirectorate of Enforcement রাজ্যের দুই মন্ত্রীর বাড়ি-সহ একাধিক জায়গায় আচমকা ইডি'র হানা।

    Directorate of Enforcement রাজ্যের দুই মন্ত্রীর বাড়ি-সহ একাধিক জায়গায় আচমকা ইডি’র হানা।

    Today Kolkata:- শুক্রবার সাত সকালে আচমকাই রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীর বাড়িতে পৌঁছোল এনফোর্সমেন্ট ডিরেকটরেট (Directorate of Enforcement)। গোয়েন্দা দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দুই মন্ত্রীর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কাউকে ঢুকতে বেরোতে দেওয়া হচ্ছে না। চলছে নাকা তল্লাশি।নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার বাড়ি-সহ বিশেষজ্ঞ কমিটির ৫ জনের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী। এদিন একসঙ্গে রাজ্যের ১৩টি জায়গায় ৮০ জনের টিম নিয়ে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তল্লাশি চালাচ্ছে। অনুমান, কলকাতা হাইকোর্টের এসএসসি নিয়োগ দুর্নীতি-সহ তিনটি মামলা চলছে। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতও গিয়েছে ইডি।এসএসসি অ্যাডভাইসরি কমিটির একাধিক সদস্যের বাড়িতে চলে তল্লাশি।

    জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তারক্ষীদের মোবাইল নিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগেও এসএসসি দুর্নীতি মামলায় তৃণমূল নেতাকে তলব করা হয়। তবে এদিন ইডির তরফে এই তল্লাশি অভিযানের তথ্য গোপন রাখা হয়েছে। প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব করেছিল সিবিআই। এরপর কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে। একই সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী পরেশ অধিকারীর মতো ব্যক্তিত্বদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

    Directorate of Enforcement রাজ্যের দুই মন্ত্রীর বাড়ি-সহ একাধিক জায়গায় আচমকা ইডি’র হানা।

    Bangladesh Metrorail বাংলাদেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেল।

    মালদার শহরের এক বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরীক্ষার্থীদের।

    MORE NEWS – মমতা ব্যর্থ হয়েছেন, রাষ্ট্রপতি পদে দ্রৌপদির জয়ে কটাক্ষ অমিতের।

    Draupadi Murmu ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসাবে ইতিহাস রচনা করেছেন দ্রৌপদি মুর্মু। বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহাকে পেছনে ফেলে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি রাষ্ট্রপতি নির্বাচিত দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে চাই। সংবিধানের আদর্শ রক্ষা করার জন্য এবং গণতন্ত্রের রক্ষক হওয়ার জন্য দেশ আন্তরিক ভাবে আপনাকে রাষ্ট্র প্রধান হিসাবে দেখবে।” CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments