More
    Homeঅনান্যমালদার শহরের এক বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরীক্ষার্থীদের।

    মালদার শহরের এক বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরীক্ষার্থীদের।

    মালদা, ১৯ জুলাই:- টাকা দিলে পরীক্ষায় মিলবে নকল করার সুবিধে। মালদার শহরের এক বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরীক্ষার্থীদের। টাকা দিতে অস্বীকার করায় পরীক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ। মালদার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের পরীক্ষার্থীদের একাংশে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত বি এড কলেজ কর্তৃপক্ষ।ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন। জানা যায়, ১৫ জুলাই থেকে শুরু হয়েছে ডিএলএড এর প্রথম বর্ষের পরীক্ষা। মানবেন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন এর পরীক্ষার্থীদের সিট পড়েছে ইংরেজ বাজারের সতীশ বি এড কলেজে। মানবেন্দ্রনাথ কলেজের পড়ুয়াদের অভিযোগ পরীক্ষার প্রথম দিনে তাদের কাছ থেকে ৩০০০ টাকা করে দাবি করেন কলেজ কর্তৃপক্ষ। টাকা দিলে পরীক্ষায় সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন পরীক্ষার্থীরা। অভিযোগ এরপর থেকেই পরীক্ষার্থীদের ওপর অমানবিক ব্যবহার করেন সতীশ বিএড কলেজ কর্তৃপক্ষ।ঘটনার লিখিত অভিযোগ করা হয়েছে মালদা জেলা শাসকের কাছে। যদিও এই অভিযোগের বিষয়ে কিছুই বলতে চাননি কলেজের সম্পাদক রামানন্দ সাহা।

    মালদার শহরের এক বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরীক্ষার্থীদের।

    Malda zilla জায়গা দখলকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা অভিযোগ আত্মীয়র বিরুদ্ধে।

    মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা এবং ঝাড়গ্রাম জেলার যৌথ উদ্যোগে ২১ শে জুলাই প্রস্তুতি সভা।

    হলদিয়া পৌরসভা এবং হলদিয়া রিফাইনারীর যৌথ উদ্যোগে হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উদ্বোধন।

    Manikchak মানিকচক বিস্ফোরণ কান্ডে মৃতের সংখ্যা বেড়ে তিন।

    MORE NEWS – আদিনা ডিয়ার পার্কে চালু হচ্ছে রেস্টুরেন্ট।

    ফরেস্টের মধ্যেই মিলবে বিভিন্ন রকমের খাবার। আদিনা ডিয়ার পার্কে (Adina Dear Park) চালু হচ্ছে রেস্টুরেন্ট। খাবারের জন্য আর ফরেস্টের বাইরে যেতে হবে না পর্যটকদের। বন দপ্তরের উদ্যোগে এই রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে। নতুন রেস্টুরেন্টের ঘর থেকে বসে খাবারের জায়গা ইতিমধ্যে তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। ফরেস্টের ভেতরে রেস্টুরেন্ট বা খাবারের জায়গা তৈরি হলে জেলাও জেলার বাইরে থেকে ঘুরতে আসা পর্যটকদের অনেকটাই সুবিধা হবে। মালদহ জেলার গাজোলে অবস্থিত আদিনা ফরেস্ট। বছরের বিভিন্ন সময়ে নানান দেশ থেকে প্রচুর পরিযায়ী পাখি ভিড় করে এই ফরেস্টে। জেলা ও জেলার বাইরের পর্যটকদের আকর্ষণ করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments