More
    Homeঅনান্যEMM Negative বিরলতম রক্তের হদিশ বৃদ্ধের দেহে।

    EMM Negative বিরলতম রক্তের হদিশ বৃদ্ধের দেহে।

    Today Kolkata:- হদিশ মিলল রক্তের এক বিরলতম গ্রুপের। ৬৫ বছর বয়সী এক ব্যক্তির দেহে একটি বিরল রক্তের গ্রুপ শনাক্ত করা হয়েছে। জানা যায়, হার্টের অস্ত্রোপচারের আগে গুজরাতের এক ব্যক্তির রক্তের প্রয়োজন ছিল। কিন্তু তাঁর রক্তের গ্রুপের সঙ্গে মেলে এমন কোনও রক্তই ​​খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় অবাক হয়ে চিকিৎসকরা তাঁর রক্তের নমুনার কিছু বিশেষ পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের! ওই ব্যক্তির দেহে ‘EMM negative’ রক্তের গ্রুপ রয়েছে! সারা বিশ্বে এই নিয়ে এটি নবম ঘটনা। গত বছর রাজকোটের বাসিন্দা এই ব্যক্তি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে আসেন। সাধারণভাবে, রক্তের চার ধরনের গ্রুপ হয়- A, B, O এবং AB। জানা যায়, EMM negative ব্লাড গ্রুপের লোকজন কাউকে রক্ত ​​দিতে পারবেন না। তাঁরা কারও রক্ত ​​গ্রহণ করতেও পারবেন না।

    সুরাতের লোক সমর্পণ রক্তদান কেন্দ্র এবং গবেষণা কেন্দ্রে এই বিরল রক্তের গ্রুপ শনাক্ত করা হয়। এই রক্তের গ্রুপ আবিষ্কারক ডাঃ সন্মুখ যোশী জানিয়েছেন, ওই রোগীকে শরীর থেকে সংগৃহীত রক্তের নমুনার ল্যাব টেস্টিং বাকি রক্তের গ্রুপ থেকে বেশ ভিন্ন এবং অদ্ভুত ছিল। তাঁর প্লাজমাতে উপস্থিত কিছু অ্যান্টিবডির কারণে কোনও রক্তের মিল পাওয়া যায়নি। তাই, তিনি আরও পরীক্ষার জন্য ওই ব্যক্তি এবং তাঁর পরিবারের রক্তের নমুনা নিউইয়র্কে পাঠানো হয়। OMIM, মানুষের জিন এবং জেনেটিক ডিসঅর্ডারের একটি অনলাইন ক্যাটালগ অনুযায়ী, EMM কে রক্তের ৪২ তম গ্রুপ হিসাবে মনোনীত করা হয়েছে।

    EMM Negative বিরলতম রক্তের হদিশ বৃদ্ধের দেহে।

    MORE NEWS – অ্যাসিডিটির সমস্যা ম্যাজিকের দূর করতে কয়েকটি আসন।

    প্রায়ই অ্যাসিডিটির সমস্যায় এমন মানুষের (Health) সংখ্যা হাত কম নয়। তাই ঘরে ওষুধ তো রাখতেই হয়। তবে বারে বারে ওষুধ খেয়ে অ্যাসিডিটির সমস্যা মেটানো একেবারেই উচিত নয়। তাতে হিতে বিপরীত হতে পারে। আসলে অ্যাসিডিটি একটি সাধারণ হজমের সমস্যা। এই সমস্যা দূর করতে হলে মেডিসিন অবশ্যই প্রয়োজন। তবে প্রাকৃতিকভাবে সুস্থ থাকার জন্য বেশ কয়েকটি যোগাসন করলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। উস্ট্রাসন- হাটুর ওপর ভর দিয়ে বসে ঘাড় পিছনের দিকে এগিয়ে সোজা ওপরের দিকে তাকাতে হবে। ঘাড় থাকবে একদম ৯০ ডিগ্রী কোণে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments