More
    Homeঅনান্যHindustan Motors রাজ্যে প্রথম মেট্রো কোচ তৈরি কারখানার উদ্যোগ।

    Hindustan Motors রাজ্যে প্রথম মেট্রো কোচ তৈরি কারখানার উদ্যোগ।

    Today Kolkata:- একদিকে যখন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডি’র হাতে গ্রেফতার, এর মধ্যেই ফের খুলতে চলেছে হিন্দুস্থান মোটরস কারখানা (Hindustan Motors)। এখানে তৈরি হবে রেল এবং মেট্রোর ওয়াগন। বেশ কয়েক বছর আগে এই হিন্দুস্থান মোটরসে অ্যাম্বাসাডর গাড়ি উৎপাদন বন্ধ করে দেয় বিড়লা গ্রুপ। ২৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কারখানাটি নতুন করে পথচলা শুরু করল। এই কারখানাকে ঘিরে রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ সম্পর্কে মানুষের কাছে বার্তা যাবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। জানা গিয়েছে, টিটাগড় ওয়াগন তাদের হিন্দমোটর শেডে তৈরি করবে মেট্রো কোচ৷ এ বিষয়ে সংস্থার এমডি উমেশ চৌধুরী জানিয়েছেন, কারখানাটি চালু হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ধাপে ধাপে কর্মীদের ইতালিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়ানো হবে।

    উল্লেখ্য, এর আগে ভারতে স্টেইনলেস স্টিল ও অ্যালুমিনিয়ামের কোচ বানানো হয়নি। ইতালিয়ান প্রযুক্তি ব্যবহার করে এই কোচ প্রস্তুত হতে চলেছে হিন্দমোটরের টিটাগড় ওয়াগন ফ্যাক্টরিতে। পরিবেশ বান্ধব কোচগুলি সাধারণ মেট্রো কোচের চেয়ে প্রায় ৫ টন হালকা হবে। লো কার্বন ফুট প্রিন্ট। পুণে মেট্রোকে সরবরাহ করা হবে অ্যালুমিনিয়াম কোচ। আর স্টেইনলেস স্টিলের কোচ সরবরাহ করা হবে বেঙ্গালুরু মেট্রোকে। এই দুই জায়গায় দেশের সবচেয়ে আধুনিক মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। সংস্থা সূত্রে দাবি, এই কোচ চালু হলে বিদ্যুৎ খরচ অনেক কম হবে। কোচগুলির ভেতরে জায়গা অনেকটাই বেশি। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হিসাবে এই প্রথম থাকছে অ্যান্টি ড্র‍্যাগ সিস্টেম।

    Hindustan Motors রাজ্যে প্রথম মেট্রো কোচ তৈরি কারখানার উদ্যোগ।

    Weather Update পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, দেখে নিন কলকাতার ওয়েদার আপডেট৷

    AIIMS Bhubaneswar পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্সে, এইমস-এ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।

    Mamata Banerjee দ্রুত সত্য সামনে আসুক’’, পার্থ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন মমতা।

    যার ফলে দরজায় অত্যন্ত সূক্ষ্ম কিছু আটকে গেলেও ট্রেন চালু হবে না। কামরার ভেতরে থাকছে ইনফ্রারেড ফায়ার ডিটেকশন ইউনিট। হুইল চেয়ার রাখার ব্যবস্থাও করা হবে। গোটা কামরায় বসানো হবে সিসি ক্যামেরা। এছাড়া টকব্যাক সিস্টেমের মাধ্যমে যাত্রীরা কথা বলতে পারবেন মোটরম্যানের সঙ্গে। শীঘ্রই হিন্দমোটর কারখানায় ওয়াগন তৈরির শব্দ শুনতে পাবেন সাধারণ মানুষ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments