More
    HomeখবরMamata Banerjee দ্রুত সত্য সামনে আসুক’’, পার্থ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন মমতা।

    Mamata Banerjee দ্রুত সত্য সামনে আসুক’’, পার্থ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন মমতা।

    Today Kolkata:- ‘ভয় পান না। এমনকি, হুমকির কাছে মাথা নত করবেন না। আর অন্যায়কেও সাপোর্ট করবেন না। তা তাঁর নেশাও নয়, পেশাও নয়।’ সোমবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে এসে নাম না করে পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে এভাবেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে রীতিমত হুঁশিয়ারির সুরে বিরোধীদের সাবধান করে দিয়ে বলেন,’ দয়া করে আগুন নিয়ে খেলবেন না। আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। তাঁর গায়ে কালি ছেটালে, তাঁর কাছে আলকাতরা আছে। টাকার সম্পর্কে বিন্দুবিসর্গ কিছু জানেন না বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তবে দোষ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে দল কড়া পদক্ষেপ নেবে। এমন আশ্বাসও দিয়েছেন তিনি। “আমার গায়ে কালি ছেটালে, আমার কাছে আলকাতরা আছে।”

    মু্খ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিরোধীরা বারবার কাঠগড়ায় তুলছে মুখ্যমন্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, একটি মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের অদূরে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। ওইদিনের ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সোমবার নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে সে বিষয়ে জানান, মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা অনু্ষ্ঠানে যেতে হয় তাঁকে। সেখানে অনেকের অনুরোধে ছবিও তুলতে হয়। সেগুলিকে নিয়েও রাজনীতি শুরু করেছে বিরোধীরা।

    Mamata Banerjee দ্রুত সত্য সামনে আসুক’’, পার্থ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন মমতা।

    President Droupadi Murmu রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ অনুষ্ঠানে থাকছেন বাংলার ২৭ আদিবাসী শিল্পী।

    Partha Chatterjee : পার্থ চট্টোপাধ্যায়ের ‘পরিচিত’ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা

    হবিবপুর ব্লক স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন ও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক সচেতনতা শিবির।

    MORE NEWS – দিল্লিতে আমন্ত্রণ পেয়ে খুশি রেয়ারডাডি লাকচার গাঁওতা সাংস্কৃতিক দল।

    আজ থেকে রাইসিনা হিলসের বাসিন্দা দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি তিনি। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীদের পাশাপাশি ডাক পেয়েছেন হুগলির বৈঁচির রেয়ারডাডি লাকচার গাঁওতা সাংস্কৃতিক দল। রবিবার সকাল ৮ টা নাগাদ পূর্বা এক্সপ্রেসে চড়ে দলের ২৭ জন সদস্য রওনা হয়েছিলেন দিল্লির উদ্দেশ্যে। আজ  রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তাঁরা খুশি। ধামসা, মাদল নিয়ে তাঁরা প্রস্তুত হন নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments