More
    Homeঅনান্যPresident Droupadi Murmu রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ অনুষ্ঠানে থাকছেন বাংলার ২৭ আদিবাসী...

    President Droupadi Murmu রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ অনুষ্ঠানে থাকছেন বাংলার ২৭ আদিবাসী শিল্পী।

    Today Kolkata:- ধামসা মাদলের তালে তালে জমে উঠবে আদিবাসী নৃত্য। সারা দেশ মুখরিত হবে সাঁওতালি গানে। রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) শপথ গ্রহণ অনুষ্ঠানে এভাবেই বাংলার ২৭ জন আদিবাসী শিল্পী নিজেদের শিল্প-সংস্কৃতি তুলে ধরতে চলেছেন। স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রওনা দিলেন সোমলাল মুর্মু, মামনি সরেন, বাসন্তী মান্ডি-সহ মোট ২৭ জনের দল। যে দলে রয়েছেন ১৪ জন পুরুষ  এবং ১৩ জন মহিলা আদিবাসী শিল্পী। শনিবার সকালে হাওড়া থেকে ট্রেনে চাপেন সবাই। জানা যায়, ওঁরা প্রত্যেকেই হুগলি জেলার বিভিন্ন আদিবাসী গ্রামের বাসিন্দা। কেউ থাকেন ধনেখালি ব্লকের সুরতসিংপুর, কেউ সিঙ্গুর ব্লকের নপাড়া, আবার কেউবা পান্ডুয়ার হাতনি আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দা।

    হলুদ-লাল পোশাকে ধামসা মাদলের তালে তালে মাথায় ঘটি নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী নৃত্য পরিবেশন করবেন। এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তারা সবাই আপ্লুত বলে জানিয়েছেন। এ বিষয়ে তারা বলেন, ‘স্বপ্নেও কোনও দিন ভাবিনি এই সুযোগ পাব। আমরা গর্বিত’। উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতির ভারতের শীর্ষ সাংবিধানিক পদে মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। এরপর ২৫ জুলাই শপথ নেবেন তাঁর উত্তরসূরি ৬৪ বছর বয়সে দ্রৌপদি মুর্মু।বিজেপি সূত্রের খবর, দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে যে, বাংলার আদিবাসী শিল্পী সমাজকেও হাজির করতে হবে দিল্লিতে। এরপরই বাংলার পদ্ম নেতাদের পক্ষ থেকে শুরু হয় তৎপরতা। চূড়ান্ত করা হয় ২৭ জন শিল্পীর নাম।আদিবাসী সংস্কৃতির মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলতেই ডাক পড়ে বাংলার আদিবাসী শিল্পীদের।

    President Droupadi Murmu রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ অনুষ্ঠানে থাকছেন বাংলার ২৭ আদিবাসী শিল্পী।

    Partha Chatterjee : পার্থ চট্টোপাধ্যায়ের ‘পরিচিত’ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা

    হবিবপুর ব্লক স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন ও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক সচেতনতা শিবির।

    বলা বাহুল্য, মাটির উঠোনে বেড়ে ওঠা, মেঠো পথ ধরে হেঁটে চলা দ্রৌপদি মুর্মুর। এক সময় কাজের মাধ্যমে ডুবে থেকেই ভোলার চেষ্টা করেছিলেন সন্তান হারানোর দুঃখ। অবশেষে দেশের সাংবিধানিক পদের শীর্ষে আদিবাসী সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু। সেই উপলক্ষ্যে দিল্লির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলার আদিবাসী শিল্পী যোগ, রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments