More
    Homeঅনান্যপেটিএম, ফোনপে দিয়ে মোবাইল রিচার্জ করছেন? সাবধান হন এখনই।

    পেটিএম, ফোনপে দিয়ে মোবাইল রিচার্জ করছেন? সাবধান হন এখনই।

    Today Kolkata:- আপনি কি পেটিএম বা ফোনপে থেকে মোবাইল রিচার্জ করেন? তার জন্য কিছু অতিরিক্ত চার্জ লাগে? অনেক ইউজার সম্প্রতি দাবি করেছেন যে, পেটিএম থেকে মোবাইল রিচার্জ করতে কিছু টাকা অতিরিক্ত চার্জ হিসাবে দিতে হচ্ছে। ১-৬ টাকা সেই অতিরিক্ত চার্জের পরিমাণ নির্ভর করছে আপনি কত টাকা রিচার্জ করবেন, তার উপরে। তবে এই ফি আদায় করা হচ্ছে, ইউপিআই, বা ডেবিট অথবা ক্রেডিটা কার্ডের সাহায্যে মোবাইল রিচার্জ করলে। প্রসঙ্গত, ফোনপে তার ইউজারদের কাছে মোবাইল রিচার্জের জন্য অতিরিক্ত টাকা চার্জ করে। আপাতত সব ইউজারের কাছে এই অতিরিক্ত ফি চাওয়া হয়নি। তবে আগামী আর কয়েক দিনের মধ্যেই সব ইউজারের কাছেই চার্জ করা হবে বলে অনুমান।

    জানা যায়, গত বছর অক্টোবর মাস থেকে পেটিএম-এর প্রতিযোগী সংস্থা ফোনপে তার গ্রাহকদের জন্য ৫০ টাকার বেশি রিচার্জের ক্ষেত্রে ‘প্রসেসিং ফি’ হিসেবে কিছু টাকা চার্জ নিতে শুরু করে। কোম্পানির পোশাকি ভাষায় এটিকে ‘স্মল স্কেল এক্সপিরিয়েন্স’ বলা হয়েছিল। ধীরে ধীরে তা বড় আকার ধারণ করে সোশ্যাল মিডিয়ায়। বহু ফোনপে ব্যবহারকারী এই ঘটনার বিরুদ্ধে সমাজমাধ্যমে সরব হন। যদিও পেটিএম বা ফোনপে এখনও পর্যন্ত এ বিষয়ে খোলসা করেনি যে, কোনও ব্যবহারকারীকে অতিরিক্ত সুবিধা বা প্রক্রিয়াকরণের ফি দিতে হবে বা হবে না। আর ঠিক কীভাবেই বা এই বিষয়টি নির্ধারণ করা হয়।

    পেটিএম, ফোনপে দিয়ে মোবাইল রিচার্জ করছেন? সাবধান হন এখনই।

    Partha Chatterjee : পার্থ চট্টোপাধ্যায়ের ‘পরিচিত’ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা

    Marathon start ডেবরা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

    MORE NEWS – হবিবপুর ব্লক স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন ও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক সচেতনতা শিবির।

    হবিবপুর ব্লক স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন ও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বুলবুলচন্ডী জি.এস.ভি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক সচেতনতা শিবির। এদিন বুলবুলচন্ডী জি. এস. ভি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে স্কুলের সভাকক্ষে বাল্যবিবাহ ও জন্মনিয়ন্ত্রণ সম্পর্কিত এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন ছাত্র ছাত্রী নিয়ে বাল্যবিবাহ কানো করানো ঠিক না এবং কি সমস্যা হতে পারে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments