More
    HomeখবরPartha Chatterjee গ্রেপ্তারির পর দলনেত্রীর সঙ্গে কী কথা হল পার্থর?

    Partha Chatterjee গ্রেপ্তারির পর দলনেত্রীর সঙ্গে কী কথা হল পার্থর?

    Today Kolkata:- ‘দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু তাঁকে পাইনি।” শনিবার জোকার ইএসআই থেকে স্বাস্থ্য পরীক্ষার পর বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঠিক এই জবাবই দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুক্রবার সকালে আচমকা পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হয় ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে ফেলে। এরপর শুরু হয় জেরা। টানা ২৭ ঘণ্টা ধরে ইডি ম্যারাথন জেরার পর শনিবার সকালে গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তারির পর ইডি-র আধিকারিকরা নাকতলার বাড়ি থেকে সোজা তাঁকে নিয়ে আসেন জোকা ইএসআই-তে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে বেরোনোর সময় তাঁকে প্রশ্ন করা হয় গ্রেপ্তারির আগে বা পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও কথা হয়েছে কিনা।

    সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত তাঁকে পাইনি।” এদিকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই মুখে কুলুপ এঁটেছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিশেষ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে নানা মহল থেকে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, গত বছর ফিরহাদ হাকিম, সুব্রত এবং মদন মিত্রকে গ্রেপ্তার করার পরই সিজিও কমপ্লেক্সে ধর্নায় বসেছিলেন। শুধু তাই নয়, প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের সময় দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী নিজে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর নেত্রীর কোনও প্রতিক্রিয়া নেই! যা দেখে আম জনতার মনে প্রশ্ন উঠেছে, নেত্রী এবার নীরব কেন? এদিকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রীসভা থেকে তাঁকে বরখাস্তের দাবি উঠেছে। তবে তৃণমূল নেত্রী কী সিদ্ধান্ত নিতে চলেছেন সেটাই দেখার অপেক্ষা!

    Partha Chatterjee গ্রেপ্তারির পর দলনেত্রীর সঙ্গে কী কথা হল পার্থর?

    MORE NEWS – অবশেষে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়।

    প্রায় ২৭ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর এসএসসি দুর্নীতিকাণ্ডে অবশেষে গ্রেপ্তার করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। শনিবার তাঁকে গ্রেপ্তার করেছেন ইডির আধিকারিকরা। এদিন সকাল ১০টা ২ মিনিটে তাঁকে বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে তার আগে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই মেডিকেল কলেজ হাসপাতালে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments