More
    HomeখবরBankshall Court পার্থকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের৷

    Bankshall Court পার্থকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের৷

    Today Kolkata:- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত (Bankshall Court)। শনিবার এই নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপ, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে ইডি। মূলত অবৈধভাবে পাওয়া টাকা বৈধ আয় হিসেবে দেখানোর অভিযোগ আনা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে৷ জানা গিয়েছে, তৃণমূলের এই শীর্ষ নেতাকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আগামী সোমবার ফের পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-র বিশেষ আদালতে পেশ করা হবে৷ শনিবার হওয়ায় ব্যাঙ্কশাল কোর্টের (Bankshall Court) বিশেষ ইডি আদালত এদিন বন্ধ৷ তাই ব্যাঙ্কশাল কোর্টে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ দিন পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা হয়৷ শুক্রবার পার্থ ঘনিষ্ঠ দক্ষিণ কলকাতার বাসিন্দা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে একুশ কোটি টাকারও বেশি উদ্ধার করে ইডি৷ ওই টাকার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র থাকার অভিযোগে তৎকালীন শিক্ষামন্ত্রীকে এদিন গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

    Bankshall Court পার্থকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের৷

    Partha Chatterjee গ্রেপ্তারির পর দলনেত্রীর সঙ্গে কী কথা হল পার্থর?

    President Droupadi Murmu রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ অনুষ্ঠানে থাকছেন বাংলার ২৭ আদিবাসী শিল্পী।

    Directorate of Enforcement রাজ্যের দুই মন্ত্রীর বাড়ি-সহ একাধিক জায়গায় আচমকা ইডি’র হানা।

    Draupadi Murmu : মমতা ব্যর্থ হয়েছেন, রাষ্ট্রপতি পদে দ্রৌপদির জয়ে কটাক্ষ অমিতের

    MORE NEWS – পেটিএম, ফোনপে দিয়ে মোবাইল রিচার্জ করছেন? সাবধান হন এখনই।

    আপনি কি পেটিএম বা ফোনপে থেকে মোবাইল রিচার্জ করেন? তার জন্য কিছু অতিরিক্ত চার্জ লাগে? অনেক ইউজার সম্প্রতি দাবি করেছেন যে, পেটিএম থেকে মোবাইল রিচার্জ করতে কিছু টাকা অতিরিক্ত চার্জ হিসাবে দিতে হচ্ছে। ১-৬ টাকা সেই অতিরিক্ত চার্জের পরিমাণ নির্ভর করছে আপনি কত টাকা রিচার্জ করবেন, তার উপরে। তবে এই ফি আদায় করা হচ্ছে, ইউপিআই, বা ডেবিট অথবা ক্রেডিটা কার্ডের সাহায্যে মোবাইল রিচার্জ করলে। প্রসঙ্গত, ফোনপে তার ইউজারদের কাছে মোবাইল রিচার্জের জন্য অতিরিক্ত টাকা চার্জ করে। আপাতত সব ইউজারের কাছে এই অতিরিক্ত ফি চাওয়া হয়নি। তবে আগামী আর কয়েক দিনের মধ্যেই সব ইউজারের কাছেই চার্জ করা হবে বলে অনুমান। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments