More
    Homeঅনান্যPartha Chatterjee অবশেষে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়।

    Partha Chatterjee অবশেষে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়।

    Today Kolkata:- প্রায় ২৭ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর এসএসসি দুর্নীতিকাণ্ডে অবশেষে গ্রেপ্তার করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। শনিবার তাঁকে গ্রেপ্তার করেছেন ইডির আধিকারিকরা। এদিন সকাল ১০টা ২ মিনিটে তাঁকে বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে তার আগে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই মেডিকেল কলেজ হাসপাতালে। এদিনই তাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি আটক করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। শুক্রবার সকাল থেকে ইডি আধিকারিকরা দফায় দফায় জেরা করে পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর বাড়িতেই দিনভর চলে জেরা। জানা যায়, জেরার মুখে মাঝে একবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর কিছুটা স্বাভাবিক হতে ফের শুরু হয় জেরা।

    রাতের দিকে জানা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এক মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বেহালার ফ্ল্যাট থেকে প্রায় ২১ কোটি টাকা, ২০ টির মতো মোবাইল ফোন ও বিপুল পরিমান সোনা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, এসএসসি দুর্নীতির সঙ্গে উদ্ধার হওয়া অর্থের সরাসরি যোগ রয়েছে। এরপরই স্পষ্ট হতে শুরু করে যে রাতেই গ্রেপ্তার করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে। সেইমতো রাত সাড়ে দশটা নাগাদ ইডির পূর্বাঞ্চলের বড় কর্তা আরও অতিরিক্ত বাহিনী নিয়ে হাজির হন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তখনই কানাঘুষো শুরু হয়ে যায় যে কোনও মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে। এদিন নাকতলার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হল। এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

    Partha Chatterjee অবশেষে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়।

    President election নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, মমতাকে পালটা ‘দিদি’ বলে ধন্যবাদ দ্রৌপদীর।

    Lalgarh Thana মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ।

    MORE NEWS – পার্থ চট্টোপাধ্যায়ের ‘পরিচিত’ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা।

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মডেলারের দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে অন্তত ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ই ডি)। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments