More
    Homeঅনান্যLalgarh Thana মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ।

    Lalgarh Thana মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ।

    Today Kolkata:- মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে মঙ্গলবার এক জনকে গ্রেফতার করলো লালগড় থানার পুলিশ (Lalgarh Thana)। ধৃতের নাম লক্ষিকান্ত মাহাতো। ওর বিরুদ্ধে অভিযোগ মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা তুলত। এর আগেও লালগড় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছিল এই মামলায়। তাদের কে হেপাজতে নিয়ে জিগেশে বাদ করেই হদিশ পায় লক্ষিকান্ত মাহাতোর। তদন্তে পুলিশ কয়েকজনের কাছ থেকে তারা টাকা তুলেছে বলেও পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। লালগড় থানার পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখে প্রথমে দুজনকে পিডরাকুলি থেকে শনিবার গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে নগদ 5 হাজার টাকা উদ্ধার করে। শনিবার পরিমল মাহাতো ও সাধন মাহাতো কে লালগড় থানার পুলিশ ঝাড়গ্রাম আদালতে তোলেন। আদালতে তাদের কে চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

    লালগড় থানার পুলিশ ওই দুই জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এছাড়াও তাদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করলে। ওই ঘটনায় আরেক জনের হদিশ মেলে। তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পেশ করলে। বিচারক ৩ দিন পুলিশ হেপাজত দেন।আর এই ঘটনাকে কেন্দ্র করে লালগড় থানার পিন্ডরাকুলি এলাকায় আবারো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগেও বিনপুর পুলিশ মাওবাদি নাম করে চিঠি ও ভূয়ো পোষ্টার কান্ডে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে মাষ্টার মাইনের খোজ করছে। তারি মধ্য আবার নতুন করে মাওবাদি নামে ফোনে হুমকি দিয়ে নতুন করে টাকা চাওয়া পুলিশের কাছে নতুন করে মাথা বেথার করান হয়ে দাড়িয়েছে।

    Lalgarh Thana মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ।

    MORE NEWS  – মালদার শহরের এক বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরীক্ষার্থীদের।

    টাকা দিলে পরীক্ষায় মিলবে নকল করার সুবিধে। মালদার শহরের এক বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরীক্ষার্থীদের। টাকা দিতে অস্বীকার করায় পরীক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ। মালদার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের পরীক্ষার্থীদের একাংশে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত বি এড কলেজ কর্তৃপক্ষ।ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন। জানা যায়, ১৫ জুলাই থেকে শুরু হয়েছে ডিএলএড এর প্রথম বর্ষের পরীক্ষা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments