More
    Homeখবরকেন্দ্র ও রাজ্যের দূর্নীতির প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল ও সমাবেশে মীনাক্ষী মুখার্জি।

    কেন্দ্র ও রাজ্যের দূর্নীতির প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল ও সমাবেশে মীনাক্ষী মুখার্জি।

    নন্দীগ্রামঃ- কেন্দ্র ও রাজ্যের দূর্নীতির প্রতিবাদ জানাতে মঙ্গলবার নন্দীগ্রাম-১ ডি ওয়াই এফ আই লোকাল কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের মূল বক্তা হিসাবে হাজির ছিলেন মীনাক্ষী মুখার্জি৷ এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে মিছিল বের হয় নন্দীগ্রাম বাজার, বিডিও অফিস হয়ে মিছিল আবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ফিরে আসে। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরু আগে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন কেন্দ্র ও রাজ্য যেভাবে সাধারন মানুষের উপর অত্যাচার করে চলেছে তার প্রতিবাদ জানান মীনাক্ষী। রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের জন্য কি করছে? কিছুই করেনি। আমরা চাই নন্দীগ্রামে মানুষ তাদের প্রাপ্য পাক তার জন্যই আমাদের লড়াই আগেও জারি ছিলো এখনো থাকবে। বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা, শিক্ষায় নিয়োগ, রাজ্যে নতুন করে কর্মসংস্থান হচ্ছে না, নতুন কলকারখানা না গড়ে ওঠা নিয়ে তীব্র ধিক্কার জানান মীনাক্ষী।

    কেন্দ্র ও রাজ্যের দূর্নীতির প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল ও সমাবেশে মীনাক্ষী মুখার্জি।

    মালদার শহরের এক বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরীক্ষার্থীদের।

    Malda Medical College মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল এক যুবকের।

    নটী বিনোদিনী আর্ট গেলারিতে অ্যাস্থেটিক আর্ট ইন্টারন্যাশনাল-এর তৃতীয় বর্ষ আর্ট এক্সিবিশন-২০২২।

    Shantipur Natunhat রাতের অন্ধকারে এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ।

    হলদিয়া পৌরসভা এবং হলদিয়া রিফাইনারীর যৌথ উদ্যোগে হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উদ্বোধন।

    MORE NEWS – Bangladesh Metrorail বাংলাদেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেল।

    বাংলাদেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেল (Bangladesh Metrorail)। ঢাকার যানজট থেকে মুক্তির স্বপ্ন নিয়ে বহুল প্রতীক্ষিত মেট্রোরেল চলাচলের সময় নিয়ে আলাপ আলোচনা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, চলতি বছর ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পযর্ন্ত মেট্রোরেল চলবে। প্রতিটি ল্যান্ডিং স্টেশনে পার্কিং স্পেস করতে বলেছেন। এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত আন্ডারপাস করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments