More
    HomeখবরGovernor of Bengal বাংলার নতুন 'স্থায়ী' রাজ্যপাল প্রাক্তন আইএএস সি ভি আনন্দ বোস।

    Governor of Bengal বাংলার নতুন ‘স্থায়ী’ রাজ্যপাল প্রাক্তন আইএএস সি ভি আনন্দ বোস।

    Today Kolkata:- Governor of Bengal পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের দায়িত্ব নিতে চলেছেন সি ভি আনন্দ বোস। বুধবার রাষ্ট্রপতি ভবন থেকে নতুন স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সি ভি আনন্দ বোসকে বাংলার নয়া রাজ্যপাল হিসাবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, কেরালার বাসিন্দা আইএএস আনন্দ বসু মেঘালয় সরকারের উপদেষ্টা পদে ছিলেন।। এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন দায়িত্ব নেবেন সেই দিন থেকেই নির্দেশ কার্যকর হবে।’’ সম্প্রতি তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননা কর মন্তব্য করেছিলেন।

    Governor of Bengal বাংলার নতুন 'স্থায়ী' রাজ্যপাল প্রাক্তন আইএএস সি ভি আনন্দ বোস।

    Governor of Bengal বাংলার নতুন 'স্থায়ী' রাজ্যপাল প্রাক্তন আইএএস সি ভি আনন্দ বোস।

    তারপর রাজ্যের বর্তমান রাজ্যপাল লা গনেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপ রাষ্ট্রপতি পদে নির্বাচনের আগে জগদীপ ধনখড় মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বাংলার ভারপ্রাপ্ত রাজ্যপালের দায়িত্ব পেয়েছিলেন লা গণেশন। একইসঙ্গে তিনি মণিপুরের রাজ্যপালের দায়িত্বও সামলেছেন। ধনখড়ের ছেড়ে যাওয়া পদে নতুন কারও নিয়োগ না হওয়া অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। তবে বাংলার স্থায়ী রাজ্যপাল কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে কেরালার আইএএস আনন্দ বোসকে বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হল।

    Governor of Bengal বাংলার নতুন ‘স্থায়ী’ রাজ্যপাল প্রাক্তন আইএএস সি ভি আনন্দ বোস।

    জেপি নাড্ডা নয়, গুজরাতের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন অমিত শাহ, খোঁচা অভিষেকের।

    November weather নভেম্বরেই শীতের স্পেল, দক্ষিণে বৃষ্টি, উত্তরে তুষারপাতে বাড়বে ঠাণ্ডা।

    MORE NEWS – অভিষেকের মন্তব্যের বিরুদ্ধে সুকান্তর মামলার আবেদন খারিজ ব্যাঙ্কশাল আদালতে।

    ‘পুলিশের জায়গায় আমি থাকলে মাথায় গুলি করতাম’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে তদন্তের দাবিতে করা আবেদন খারিজ করে দিল ব্যাঙ্কশাল আদালত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই মন্তব্যের বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সুকান্তর করা সেই মামলা খারিজ করে দিল ব্যাঙ্কশাল আদালত। সেপ্টেম্বরে বঙ্গ বিজেপির নবান্ন অভিযানে জখম হয়েছিলেন কলকাতার পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়। এসএসকেএম  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments