More
    Homeঅনান্যNovember weather নভেম্বরেই শীতের স্পেল, দক্ষিণে বৃষ্টি, উত্তরে তুষারপাতে বাড়বে ঠাণ্ডা।

    November weather নভেম্বরেই শীতের স্পেল, দক্ষিণে বৃষ্টি, উত্তরে তুষারপাতে বাড়বে ঠাণ্ডা।

    Today Kolkata:- November weather বঙ্গে ইতিমধ্যেই এক পা রেখেছে শীত। দু’পা রাখার আর দিন কয়েক মাত্র বাকি। এবার ঠান্ডা উপভোগ করার সময় এসেছে। হিমালয় এবং সংলগ্ন এলাকায় প্রবল তুষারপাত চলছে৷ যার প্রভাবে গোটা উত্তরভারতে শীতের দাপট বেশ ভালোভাবে অনুভূত হতে চলেছে। হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এলাকায় চলছে তুষারপাত৷ ফলে হুড়হুড় করে তাপমাত্রার পতন শুরু হয়েছে। দিল্লি এবং কলকাতাতেও তাপমাত্রার পতন শুরু হয়েছে৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

    দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে৷ উত্তরবঙ্গে কোন‌ও কোন‌ও জেলায় হালকা বৃষ্টিপাতের হতে পারে। স্কাইমেটের ওয়েদার আপডেট অনুযায়ী, ১৫ নভেম্বর পর্যন্ত আন্দামান, কেরল ও লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কর্নাটকেও। একইসঙ্গে জম্মু-কাশ্মীর, লাদাখ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, উত্তর রাজস্থান, হরিয়াণাতেও দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

    November weather নভেম্বরেই শীতের স্পেল, দক্ষিণে বৃষ্টি, উত্তরে তুষারপাতে বাড়বে ঠাণ্ডা।

    ভরসন্ধেয় রায়গঞ্জে খুন গৃহবধূ , রায়গঞ্জে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধার।

    MORE NEWS – মঙ্গলবার ঝাড়গ্রাম সফরে মমতা, লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন।

    রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchyat election) আসন্ন। তাই এখন থেকেই রাজনৈতিক দলগুলিতে ব্যস্ততা তুঙ্গে। সেইমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুরু করেছেন জেলা সফর। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে দু’দিনের ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুরে কলকাতা থেকে রওনা দেবেন তিনি। ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে ঝাড়গ্রামের বেলপাহাড়ির শহরী হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, এদিন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। CONTINUE READING

    MORE NEWS – নজরে আদিবাসী ভোট, দু’দিনের সফরে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী।

    রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন তার আগেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া সফর শেষে এবার জঙ্গলমহলে যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিরসা মুন্ডার জন্মদিনে দু’দিনের সফরে ঝাড়গ্রামের সাহারিতে যাচ্ছেন তিনি। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে নজরে রয়েছে আদিবাসী ভোট। মুখ্যমন্ত্রীর এই সফরের পিছনে রাজনৈতিক সমীকরণ খুঁজছেন বিরোধীরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments