More
    HomeখবরPanchyat election মঙ্গলবার ঝাড়গ্রাম সফরে মমতা, লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন।

    Panchyat election মঙ্গলবার ঝাড়গ্রাম সফরে মমতা, লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন।

    Today Kolkata:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchyat election) আসন্ন। তাই এখন থেকেই রাজনৈতিক দলগুলিতে ব্যস্ততা তুঙ্গে। সেইমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুরু করেছেন জেলা সফর। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে দু’দিনের ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুরে কলকাতা থেকে রওনা দেবেন তিনি। ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে ঝাড়গ্রামের বেলপাহাড়ির শহরী হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, এদিন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। দুপুর তিনটে নাগাদ শুরু হবে অনুষ্ঠান। বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক দিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে অনুমান কূটনৈতিক মহলের একাংশের।

    প্রসঙ্গত, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। যা নিয়ে রাজনৈতিক মহলে প্রতিবাদের ঝড় শুরু হয়। এই আবহে মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অনুমান ওয়াকিবহল মহলের। বিশেষত পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রাজ্যের আদিবাসী ভোটকে প্রাধান্য দিতে চাইছে শাসকদল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্প নেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তাদের জন্য দুয়ারে সরকার কর্মসূচিতে জমির পাট্টা বিষয়কেও বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক না করলেও অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু প্রশাসনিক নির্দেশ দিতে পারে তিনি। এমনটাই অনুমান। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যেতে পারেন মমতা।

    Panchyat election মঙ্গলবার ঝাড়গ্রাম সফরে মমতা, লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন।

    স্কুলের শৌচাগারের ছাদ ভেঙে পড়ুয়ার মৃত্যু , রাজ্য সরকারের তরফে দু’ লক্ষ টাকার আর্থিক সাহায্য।

    ডিসেম্বরের শেষেই ২০২৩ উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা , বিজ্ঞপ্তি জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

    MORE NEWS – নজরে আদিবাসী ভোট, দু’দিনের সফরে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী।

    রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন তার আগেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া সফর শেষে এবার জঙ্গলমহলে যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিরসা মুন্ডার জন্মদিনে দু’দিনের সফরে ঝাড়গ্রামের সাহারিতে যাচ্ছেন তিনি। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে নজরে রয়েছে আদিবাসী ভোট। মুখ্যমন্ত্রীর এই সফরের পিছনে রাজনৈতিক সমীকরণ খুঁজছেন বিরোধীরা। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কী আদিবাসী ভোটকে পাখির চোখ করেই ঝাড়গ্রাম সফরের মূল উদ্দেশ্য? CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments