More
    Homeঅনান্যHair Donation Camp মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী...

    Hair Donation Camp মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

    মালদা, ১২ জুন:- ক্যান্সার রোগীদের চুল দানের ক্ষেত্রে মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের (Hair Donation Camp) আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার সকালে মালদা শহরের বাঁধরোড এলাকার আইএমএ ভবনে এই শিবিরের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে মালদা ছাড়াও মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশকিছু যুবক-যুবতীরা নিজেদের চুল দান করেন। সারাদিন ধরে এই কর্মসূচী চলে আইএমএ ভবনে। যেখানে ওই স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। এদিন চুল দানকারীদের মধ্যে উত্তর দিনাজপুরের ১ জন পুরুষ ছাড়াও বাকি ১৪ জন মহিলা রয়েছে। চুল দাতাদের বক্তব্য, ক্যান্সারে আক্রান্ত রোগীদের অধিকাংশ ক্ষেত্রে কেমোথেরাপির জন্য চুল নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই চুল দানের মাধ্যমে তাদের মাথায় নতুন করে কেশ সজ্জা ব্যবস্থা করা হয়। এদিনে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রায় ১৫ জন স্বেচ্ছায় নিজেদের চুল ক্যান্সার রোগীদের জন্য এই কর্মসূচির মাধ্যমে দান করেছেন।

    Hair Donation Camp মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

    MORE NEWS – নৈহাটি স্টেশন থেকে বিপুল পরিমানে কচ্ছপ তুলেদিল জিআরপি থানার হাতে।

    ফের নৈহাটি স্টেশন (Naihati Station) থেকে বড় ছোট বিপুল পরিমানে কচ্ছপ সাধারণ মানুষ তুলেদিল জিআরপি থানার হাতে। আজ ভোর বেলায় নৈহাটি ফেরিঘাট পেরিয়ে শিয়ালদা গামী ডাউন ট্রেনে তুললে প্রচুর দুর্গন্ধ বের হয়। যাত্রীদের কথাবার্তার চাপে পথে আছে এই কচ্ছপ কাহিনী। তারা এই কচ্ছপ সমেত দুজন মহিলা কে তুলে দেয় নৈহাটি জিআরপি থানায়। সূত্র মারফত জানা যায় ধৃত মহিলা একজন উত্তর প্রদেশের সুলতানপুর এলাকার রিয়া পাথরকর, অন্য আরেকজন কাঞ্চন পাথর কর।ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে পাকরো গ্রামে। CONTINUE READING

    MORE NEWS – পৈত্রিক সম্পত্তি জোর করে হাতিয়ে নেওয়ার ঘটনায় বৃদ্ধা মাকে তাড়ানোর অভিযোগ।

    পৈত্রিক সম্পত্তি জোর করে হাতিয়ে নেওয়ার ঘটনায় বৃদ্ধা মাকে বাড়ি থেকে মারধর দিয়ে তাড়ানোর অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে । রবিবার ঘটনাটি ঘটেছে গাজোল থানার হাতিমারি এলাকায়। ৭০ বছর বয়সী বৃদ্ধা সাবিত্রী দাস এই ঘটনায় গাজোল থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই বৃদ্ধাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে গাজোল থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবিত্রী দাস নামে ওই বৃদ্ধার তিন ছেলে রয়েছে। তিনজনে বিবাহিত। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments