More
    Homeঅনান্যHarischandrapur Thana যন্ত্রচালিত  ভুটভুটি ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলো...

    Harischandrapur Thana যন্ত্রচালিত  ভুটভুটি ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলো পাঁচজন।

    মালদা:- যন্ত্রচালিত  ভুটভুটি ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলো পাঁচজন।অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ভুটভুটি ও বাইক চালক সহ মোট ১২ জন। এই পথ দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার (Harischandrapur Thana) ভালুকাগামী রাজ্য সড়কে বনসরিয়া মোড়ে। জখম হয়েছেন বাইক চালক সৌরভ আলি (১৮)ও বাইক আরোহী সাহাজাহান আলি (৪২)। তারা সম্পর্কে বাবা ও ছেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। অপরদিকে জখম হয়েছেন দুই ভুটভুটি আরোহী ও এক টোটো আরোহী। ভুটভুটি আরোহী একজনের নাম সরিফ সবজি (৪০)। অপরজনের নাম জানা যায় নি।তাদের বাড়ি রতুয়া থানার দেবিপুর এলাকায়। আহত টোটো আরোহীর নাম বিজলী রায়। তার বাড়ি কুশিদা গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।

    Harischandrapur Thana যন্ত্রচালিত  ভুটভুটি ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলো পাঁচজন।

    কল্যাণনগর বালিকা বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার অভিভাবকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ।

    Naihati Station নৈহাটি স্টেশন থেকে বিপুল পরিমানে কচ্ছপ তুলেদিল জিআরপি থানার হাতে।

    MORE NEWS – মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

    ক্যান্সার রোগীদের চুল দানের ক্ষেত্রে মালদায় হেয়ার ডোনেশন ক্যাম্পের (Hair Donation Camp) আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার সকালে মালদা শহরের বাঁধরোড এলাকার আইএমএ ভবনে এই শিবিরের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে মালদা ছাড়াও মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশকিছু যুবক-যুবতীরা নিজেদের চুল দান করেন। সারাদিন ধরে এই কর্মসূচী চলে আইএমএ ভবনে। যেখানে ওই স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। CONTINUE READING

    MORE NEWS – বিজেপি নেত্রীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।

    নবী মুহাম্মদ সা: এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যর জন্য অভিযুক্ত নূপুর শর্মা ও নবীন জিন্দালকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠলো ডায়মন্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি বাসুল ডাঙ্গা অঞ্চল সহ আরও অন্যান্য গ্রামের সাধারণ মানুষের উদ্যেগে,শান্তিপূর্ন ভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এদিন, মিছিল শুরু হয় বাসুল ডাঙ্গা স্টেশন হইতে রেল লাইন হয়ে ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়ক এম বাজার এলাকায়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments