More
    HomeখবরHeidelberg vs Adani Group হিন্ডেনবার্গ-আদানি দ্বন্দ্বে উত্তাল ভারতীয় রাজনীতি, “বিজেপির লুকানোর বা...

    Heidelberg vs Adani Group হিন্ডেনবার্গ-আদানি দ্বন্দ্বে উত্তাল ভারতীয় রাজনীতি, “বিজেপির লুকানোর বা ভয় পাওয়ার কিছু নেই ”, সাফ জানালেন অমিত শাহ।

    Today Kolkata:- Heidelberg vs Adani Group গত কয়েক সপ্তাহে হিন্ডেনবার্গ-আদানি দ্বন্দ্বে উত্তাল ভারতীয় রাজনীতি। সংসদে ক্রমাগত বিরোধীদের আক্রমণের মুখেই কার্যত চুপ করেই ছিলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। অবশেষে নীরবতা ভঙ্গ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। অমিত শাহ বলেছেন , এই বিষয়টি আপাতত সুপ্রিম কোর্টে (Suprime Court) বিচারাধীন, তাই এই বিষয়ে কোনও মন্তব্য করা তাঁর পক্ষে উপযুক্ত হবে না। অমিত শাহ (Amit Shah) সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘মন্তব্য করা আমার পক্ষে ঠিক নয়। তবে এতে বিজেপির (BJP) লুকানোর কিছু নেই এবং ভয় পাওয়ারও কিছু নেই।’’

    সম্প্রতি আদানি গোষ্ঠী (Adani Group) সম্পর্কে হিন্ডেনবার্গ একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে। সেই প্রতিবেদনকে হাতিয়ার করে কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি একযোগে আক্রমণ শানাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের (Central Government) বিরুদ্ধে। কেন্দ্রের বিরুদ্ধে ওঠা এই পক্ষপাত এবং স্বজনপোষণ দোষে দুষ্ট পুঁজিবাদের অভিযোগ এই মুহূর্তে ভারতে সব থেকে বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এই ইস্যুতে বাজেট অধিবেশনে ঝড় উঠেছিল সংসদে। বিরোধীদের যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তোলে , কিন্তু বিজেপি (BJP) এই বিষয়টিকে ক্রমাগত এড়িয়ে যায়। আদানি গোষ্ঠী (Adani Group) সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী নেতাদের বারবার সরব হন সংসদের উভয় কক্ষে। এই পরিস্থিতিতে আগামী ১৩ মার্চ পর্যন্ত রাজ্যসভা এবং লোকসভা মুলতুবি করে দেওয়া হয়েছে।

    Heidelberg vs Adani Group হিন্ডেনবার্গ-আদানি দ্বন্দ্বে উত্তাল ভারতীয় রাজনীতি, “বিজেপির লুকানোর বা ভয় পাওয়ার কিছু নেই ”, সাফ জানালেন অমিত শাহ।

    Nandini Chakraborty রাজ্যপাল দিল্লিতে, নন্দিনী কোথায়? দিনভর জল্পনা রাজ্য রাজনীতিতে।

    হিন্ডেনবার্গ রিপোর্ট এবং বিবিসি (BBC) ডকুমেন্টারির পরিপ্রেক্ষিতে কোনও ষড়যন্ত্র আছে কি না জানতে চাইলে অমিত শাহ (Amit Shah) বলেন, ‘‘হাজার ষড়যন্ত্র সত্যের ক্ষতি করতে পারে না। সত্য সূর্যের মতো উজ্জ্বল। বিরোধীরা ২০০২ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এবং প্রতিবার, তিনি তাঁর সততার বলে আরও বলীয়ান হয়ে উঠেছেন, প্রতিবার মানুষের মধ্যে আরও জনপ্রিয়তা অর্জন করে আবির্ভূত হয়েছেন।’’ অমিত শাহ বলেন, ‘বিরোধীরা কেন আদালতে যায় না? এমনকী যখন পেগাসাস ইস্যুটি উত্থাপিত হয়েছিল, তখনও আমি বলেছিলাম প্রমাণ নিয়ে আদালতে যান….বিরোধীরা কেবল চিৎকার করতে জানেন। সে বার আদালতের দ্বারস্থ হয়েছিলেন, আদালত পেগাসাস ইস্যুকে বিচারের জন্য গ্রহণ করে, রায়ও দেয়। তদন্তও করা হয়েছিল।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments