More
    HomeখবরIPL আইপিএলে খেলা নিয়ে সংশয় ! শাকিব-লিটন সহ ১৭ জনের তালিকায় আর...

    IPL আইপিএলে খেলা নিয়ে সংশয় ! শাকিব-লিটন সহ ১৭ জনের তালিকায় আর কত জন ?

    Today Kolkata:- IPL শুক্রবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরশুম। হোম অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে আইপিএল। ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এ বারের আইপিএল। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকেই সব ক্রিকেটারকে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি। কিছু ক্রিকেটার কয়েক দিন পরে দলের সঙ্গে যোগ দেবেন। আবার কিছু ক্রিকেটার মাঝপথে দল ছাড়তে পারেন। তালিকায় রয়েছে ৯ দলের মোট ১৭ জন ক্রিকেটার।

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : বিরাট কোহলিদের (Virat Kohli) সমস্যা এক শ্রীলঙ্কার ক্রিকেটারকে নিয়ে। ওয়ানিন্দু হাসরঙ্গকেও শুরুর কয়েকটি ম্যাচ পাবে না আরসিবি (RCB)।

    গুজরাত টাইটান্স : গত বারের চ্যাম্পিয়ন দল গুজরাত মরসুমের শুরু থেকে পাবে না দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে (Devid Millar)। আবার মে মাসে দেশের হয়ে খেলার জন্য দল ছাড়বেন জোশুয়া লিটল।

    পাঞ্জাব কিংস: একই সমস্যা পাঞ্জাবের (Panjub Kings)। তারা কাগিসো রাবাডাকে (Kagiso Rabada) শুরু থেকে পাবে না।

    লখনউ সুপার জায়ান্টস : আইপিএলের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারকে পাওয়া যাবে না। তার মধ্যে লোকেশ রাহুলদের (KL Rahul) দলের ওপেনার কুইন্টন ডি’ককও রয়েছেন।

    দিল্লি ক্যাপিটালস : মরসুমের শুরু থেকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে (Mustafijur Rahaman) পাবে না দিল্লি। মে মাসে আবার দল ছেড়ে যাবেন তিনি। মরসুমের শুরু থেকে লুঙ্গি এনগিডি ও আনরিখ নোখিয়েকেও পাবে না দিল্লি শিবির।

    সানরাইজার্স হায়দরাবাদ : দলের তিন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আইডেন মার্করাম, মার্কো জানসেন ও হেনরিখ ক্লাসেনকে মরসুমের শুরু থেকে পাবে না হায়দরাবাদ (Sunrisers Hydrabad)।

    IPL আইপিএলে খেলা নিয়ে সংশয় ! শাকিব-লিটন সহ ১৭ জনের তালিকায় আর কত জন ?

    সিবিআই দিনহাটার ঘটনার তদন্ত করলে সত্যিটা বেড়িয়ে আসবে,উত্তরে উদয়ন

    কলকাতা নাইট রাইডার্স : দলের দুই বাংলাদেশি ক্রিকেটার শাকিব ও লিটনকে প্রতিযোগিতার শুরু থেকে পাবে না কেকেআর (Kolakata Knight Riders) এপ্রিলের পরে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। আবার মে মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে যাবেন তাঁরা। তখনও তাঁদের পাওয়া যাবে না।

    মুম্বাই ইন্ডিয়ান্স : নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ় থাকায় দক্ষিণ আফ্রিকার (South Africa) ট্রিস্টান স্টাবস ও ডেওয়াল্ড ব্রেভিসকে শুরুর কয়েকটি ম্যাচে পাবেন না রোহিত শর্মারা (Rohit Sharma)।

    চেন্নাই সুপার কিংস: ধোনির (MS Dhoni) দলের আবার সমস্যা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানাকে নিয়ে। তাঁদেরও শুরুর কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments