More
    HomeখবরIPL মরশুম লখনউ সুপার জায়েন্টস্ এর কাছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ।

    IPL মরশুম লখনউ সুপার জায়েন্টস্ এর কাছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ।

    Today Kolkata:- IPL নতুন একটা মরসুম। লখনউ সুপার জায়ান্টসের কাছে এই মরসুম অনেক বেশি আত্মবিশ্বাসের। ভালো কিছু হবে, অন্তত গত বারের মতো ফল করতে পারলেও তাদের কাছে বিশাল প্রাপ্তির হবে। আইপিএল অভিষেক হয়েছে গত মরসুমেই। ১০ দলের প্রতিযোগিতায় লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স, এই দুটি দল নতুন যোগ দিয়েছিল। অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স (Gujrat Titans)। লখনউ সুপার জায়ান্টস (Lakhnow Super Jiants) এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) কাছে হেরে তিন নম্বরে শেষ করে।

    দক্ষিণ আফ্রিকার (South Africa) ক্রিকেটাররা যাঁরা জাতীয় দলে রয়েছেন, তাঁদের শুরুর দিকে পাওয়া যাবে না। লখনউ শিবিরে শুরুতে সমস্যা হবে কুইন্টন ডি’ককে (Queenton D’Cock) না পাওয়া। ৩ এপ্রিল স্কোয়াডে যোগ দেবেন কুইন্টন। লখনউ সুপার জায়ান্টস ঘরের মাঠে ১ এপ্রিল দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে অভিযান শুরু করবে। তিন এপ্রিল ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে (Chennai Super Kings)। সুতরাং, প্রথম দু ম্যাচে অন্তত কুইন্টনকে পাওয়ার সম্ভাবনা নেই।

    লখনউ সুপার জায়ান্টস এবার মিনি অকশনে নিকোলাস পুরানকে ১৬ কোটি টাকার বিশাল অঙ্কে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lakhnow Super Jiants)। ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে নিকোলাসকে। উইকেট কিপিং হোক কিংবা ব্যাটিং-বোলিং , সবদিক থেকেই লখনউকে ভরসা দিতে পারেন নিকোলাস। ভুললে চলবে না, মহসিনকে পাওয়া না গেলেও অভিজ্ঞ বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট রয়েছেন লখনউ শিবিরে।

    IPL মরশুম লখনউ সুপার জায়েন্টস্ এর কাছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ।

    Rinku Singh চরম দারিদ্রতার সঙ্গে লড়াই , ঝাড়ুদার রিঙ্কু সিং আজ নাইটদের অন্যতম ভরসা।

    MORE NEWS – পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে রাজি নয় কলকাতা হাইকোর্ট।

    পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে রাজি নয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এ দিন এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Prakash Srivastava) ডিভিশন বেঞ্চ। ফলে এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করতে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কোনও বাধা থাকল না৷ পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) আসন সংরক্ষণের ক্ষেত্রে শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই অভিযোগকে অবশ্য মান্যতা দিয়েছে আদালত৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments