More
    HomeখেলাIPL 2021: আজ IPL ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স

    IPL 2021: আজ IPL ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স

    চলতি বছরের আইপিএলে কে চ্যাম্পিয়ন হবে তা ঠিক হয়ে যাবে আজ রাতে দুবাইয়ে। চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স।

    IPL 2021: আজ আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স

    Read More-Durga Puja 2021: আজ দশমী, বাতাসে বিষাদের সুর, মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা

    এবারের আইপিএলে নাইটদের দুবারই হারিয়েছে ধোনির সিএসকে। দিল্লি ক্যাপিটালসকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে আইপিএল ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। এলিমিনিটেরে আরসিবি ও দ্বিতীয় কোয়ালিফায়ারে গতবারের রানার-আপ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কেকেআর। ২০১২ সালের ফাইনালের পর ফের সিএসকে ও কেকেআর আইপিএল ফাইনালে পরস্পরের বিরুদ্ধে খেলবে।

    আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ মিলিয়ে কেকেআর ও সিএসকে পরস্পরের মুখোমুখি হয়েছে ২৭বার। ১৭টি জিতেছে সিএসকে, কেকেআর ৯টি। একটি ম্যাচ পরিত্যক্ত। ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি ২০-তে দুটি ম্যাচের মধ্যে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে মুম্বইয়ে সিএসকে জেতে ১৮ রানে, ফিরতি সাক্ষাতে আবু ধাবিতে ধোনিরা জেতেন ২ উইকেটে। শেষ ৫টি সাক্ষাতে চেন্নাই সুপার কিংস জিতেছে চারটিতে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে দুবাইয়ে নাইটদের হারায় সিএসকে, তবে ফিরতি সাক্ষাতে আবু ধাবিতে জিতেছিল কেকেআর। আজকের ফাইনালে তুল্যমূল্য লড়াই হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে, দুই দলের ওপেনারের হাতে থাকতে পারে সাফল্যের চাবিকাঠি। ৭ থেকে ১৫ ওভারের ব্যাটিংও গুরুত্বপূর্ণ হতে পারে।

    কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ : শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন. বরণ চক্রবর্তী এবং শিবম মাভি।

    চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ : রুতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু’প্লেসিস, রবিন উত্থাপ্পা, মইন আলি, আম্বাতি রায়াডু, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, দীপক চাহার এবং জোস হেজেলউড।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments