More
    Homeঅনান্যKolkata to Khulna train খরা কাটিয়ে ফের শুরু হচ্ছে সরাসরি রেল...

    Kolkata to Khulna train খরা কাটিয়ে ফের শুরু হচ্ছে সরাসরি রেল যোগাযোগ।

    ঢাকা, হাবিবুর রহমান :- বৈশ্বিক করোনার কারণে ২০২০ সালের মার্চের তৃতীয় সপ্তাহে বন্ধ হয়ে যায় কলকাতার সঙ্গে ঢাকা এবং খুলনার রেল (Kolkata to Khulna train) চলাচল। সেই খরা কাটিয়ে ফের শুরু হচ্ছে এ পথের সরাসরি রেল যোগাযোগ। তবে এবার যোগ হয়েছে আরো একটি রেল যোগাযোগ। এবার ছুটবে ঢাকা থেকে নিউজলপাইগুড়ির পথে মিতালী। অর্থাৎ ২৬ মাস পর ভারত-বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামী ২৯ মে ঢাকা-কলকাতার মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনার (Kolkata to Khulna train) মধ্যে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হবে। আর ১ জুন চালু হবে ঢাকা থেকে নিউজলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস। মিতালী এক্সপ্রেস ঢাকা থেকে নিউজলপাইগুড়ি চলাচলের সিদ্ধান্ত আগে নেওয়া হলেও করোনা পরিস্থিতির কারণে চালু হতে পারেনি। গত ২৮ এপ্রিল ঢাকা সফরে এসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, শিগগিরই ভারত-বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রেনের যাত্রীদের জন্য প্রয়োজনীয় ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

    ট্রেন চালুর বিষয়েও দুই পক্ষের মধ্যে যোগাযোগ হতে থাকে। সর্বশেষ বুধবার ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়ে তিনটি ট্রেন চালুর তারিখ জানানো হয়। বাংলাদেশ রেল কর্তৃপক্ষ বলছে, ভারতের সঙ্গে ট্রেন চালুর দিন-তারিখ নিয়ে বাংলাদেশ রেলওয়ে নিশ্চিত। তবে ভ্রমণকারীকে যাত্রার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর কোভিড টেস্ট কিংবা দুই ডোজ কোভিড টিকা গ্রহণের সনদ থাকতে হবে। ৫ বছরের কম বয়সী শিশুদের সনদের প্রয়োজন নেই। তবে ৬-১২ বছর বয়সী ভ্রমণকারীদের কোভিড প্রোটোকল সম্পর্কে স্পষ্ট করা হয়নি। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে কোভিড প্রটোকল ভারতের প্রটোকলের কাছাকাছি। তবে বাংলাদেশে ১২ বছরের কম বয়সী সবার টিকা কিংবা আরটিসিপিআর পরীক্ষা সনদে ছাড় দেওয়া হয়েছে।

    Kolkata to Khulna train খরা কাটিয়ে ফের শুরু হচ্ছে সরাসরি রেল যোগাযোগ।

    MORE NEWS – Bangladesh বাংলাদেশের বাজারে মার্কিন ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে।

    ঢাকা, হাবিবুর রহমান:- বাংলাদেশের (Bangladesh) বাজারে মার্কিন ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে। হু হু করে বাড়ছে ডলারের দাম। ঢাকায় এক্সচেঞ্জ হাউজগুলোতে বুধবার খুচরা ডলার ১০২ টাকা থেকে ১০৫ টাকায় বিক্রি হয়েছে। গত সোমবারও ডলারের দর ছিল ৯৬ থেকে ৯৮ টাকা। এক্সচেঞ্জ হাউজের মালিকরা চাহিদা ডলার পাচ্ছে না; চাহিদা আছে, ডলার নেই। বাংলাদেশের (Bangladesh) বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন বিদেশ যাচ্ছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments