More
    Homeঅনান্যHabra হাবরাতে চলল গুলি, বোমা আহত বিল্ডার্স ব্যবসায়ী ও তার অনুগামী।

    Habra হাবরাতে চলল গুলি, বোমা আহত বিল্ডার্স ব্যবসায়ী ও তার অনুগামী।

    Today Kolkata:- হাবরা (Habra) পুরসভার 10 নম্বর ওয়ার্ডে শ্রীনগর শিব মন্দির এলাকায় একটি ঘরের মধ্যে অনুগামীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন বিল্ডার্স ব্যবসায়ী রাজু ঘোষ রাত বারোটা নাগাদ সেখানেই চড়াও হয় 5 থেকে 7 জন সশস্ত্র দুষ্কৃতী ঘিরে ধরে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটে কমপক্ষে 8 থেকে 9 রাউন্ড গুলি চলে এবং তাতে আহত হন ব্যবসায়ী রাজু ঘোষ এবং তার অনুগামী অভিযোগ বোচা ও মিনটা নামে দুই দুষ্কৃতীর নেতৃত্বেই গতকাল হামলা চালানো হয় রীতিমতো ছক কষে। রাজুকে খুন করবার পরিকল্পনা করে তার বিরুদ্ধে গোষ্ঠীর এই দুষ্কৃতীরা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হাবড়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় দুই যুবক ভর্তি আছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে। আহতরা হলো রাজু ঘোষ ও শান্তনু রায় ওরফে বুয়া। গুলিতে আহত হাবরা শ্রীনগর শিব মন্দির এলাকায় গতকাল রাত বারোটা নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটে। রাজু ঘোষ বিল্ডার্স ব্যবসায়ী দুজনেই কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।

    Habra হাবরাতে চলল গুলি, বোমা আহত বিল্ডার্স ব্যবসায়ী ও তার অনুগামী।

    MORE NEWS – C.S.P নবনির্মিত এর ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নন্দীগ্রামে।

    Today Kolkata:- বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্ৰাম-মূলগ্ৰাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির C.S.P নবনির্মিত  এর ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নন্দীগ্রামে। উদ্বোধন করলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বর্ধমান রেঞ্জ ২এর এ.আর.সি.এস বিমল কৃষ্ণ মজুমদার,কাটোয়া ২নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, কাটোয়া ২নং ব্লকের সি.আই নির্মল কুমার সরকার, কাটোয়া ২নং ব্লকের সহ কৃষি অধিকর্তা সুমনা মন্ডল সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে নন্দীগ্রাম ও মূলগ্ৰামের মানুষেরা হাজির হয়েছিল। নন্দীগ্ৰাম-মূলগ্ৰাম সমবায় কৃষি উন্নয়ন, CONTINUE READING

    Bangladesh বাংলাদেশের বাজারে মার্কিন ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে।

    Mamata Banerjee “মানুষের জন্য কাজ করতে হবে”।কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    Malda Medical College মালদা মেডিকেল কলেজ সংলগ্ন, চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।

    National dengue day বর্ণাঢ্য রেলি এর মাধ্যমে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হল হিলিতে।

    P.H.E প্ল্যান্টের দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় বঙ্গনেত্রী।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments