More
    Homeঅনান্যBarrackpur ব্যারাকপুর এর বিরিয়ানি দোকানের গুলি ঘটনায়, গ্রেফতার অভিষেক ঝাঁ।

    Barrackpur ব্যারাকপুর এর বিরিয়ানি দোকানের গুলি ঘটনায়, গ্রেফতার অভিষেক ঝাঁ।

    Today Kolkata:- বারাকপুরে (Barrackpur) বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় ব্যারাকপুর কমিশনারেট এর পুলিশ অভিষেক ঝাঁ নামে এক ব্যক্তি কে গ্রেপ্তার করল। যে তিনজন মোটরসাইকেল করে এসেছিল সেই তিনজন এর মধ্যে এই অভিশেক ঝা ছিল না। পুলিশ সূত্রের খবর অভিষেক ঝা এর ভাই অনীশ ঝা এই গুলির ঘটনায় সড়াসড়ি যুক্ত। অভিষেকের মোবাইল ফোনের সুত্র ধরেই অনিশের খোজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিষেকের মোবাইলের থেকে কিছু তথ্য সংগ্রহ করেছে তদন্তকারি অফিসাররা। ধৃতকে বারাকপুর(Barrackpur) আদালতে পাঠানো হলে আদালত অভিষেক ঝাকে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

    Barrackpur ব্যারাকপুর এর বিরিয়ানি দোকানের গুলি ঘটনায়, গ্রেফতার অভিষেক ঝাঁ।

    MORE NEWS – Mamata Banerjee “মানুষের জন্য কাজ করতে হবে”।কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    Today Kolkata:- মানুষের জন্য কাজ করতে হবে। তারজন্য আমি আমি করে দলে নেতৃত্ব দিলে চলবে না। যারা এর অন্যথা করবে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে একবারও ভাববে না দল। বুধবার মেদিনীপুরে কলেজ মাঠে পঞ্চায়েত বিকাশ ও পুরসভার উন্নয়নে গতি আনোট বুথ স্তরের কর্মীদের মহা সম্মেলনে এসে এভাবেই দলের নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগেও দলের নেতাদের সাবধান করেছেন তৃণমূল নেত্রী। দলাদলি না করে ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করতে বলেছেন। মমতা (Mamata Banerjee) বলেন, ‘‘এখন থেকে আর ‘আমি’ ‘আমি’ করে দলে নেতৃত্ব চলবে না। আমি নয়, আমরা হয়ে চলতে হবে। দলে কেউ কেউকেটা নয়। ঘ্যাচাং ফু হবে। এক সেকেন্ডে কেটে দেব।’’ কিছু নেতাদের তিনি কঠোর বার্তাও দেন।, CONTINUE READING

    MORE NEWS – Bangladesh বাংলাদেশের বাজারে মার্কিন ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে।

    ঢাকা, হাবিবুর রহমান:- বাংলাদেশের (Bangladesh) বাজারে মার্কিন ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে। হু হু করে বাড়ছে ডলারের দাম। ঢাকায় এক্সচেঞ্জ হাউজগুলোতে বুধবার খুচরা ডলার ১০২ টাকা থেকে ১০৫ টাকায় বিক্রি হয়েছে। গত সোমবারও ডলারের দর ছিল ৯৬ থেকে ৯৮ টাকা। এক্সচেঞ্জ হাউজের মালিকরা চাহিদা ডলার পাচ্ছে না; চাহিদা আছে, ডলার নেই। বাংলাদেশের (Bangladesh) বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন বিদেশ যাচ্ছে। বর্তমানে নগদ ডলারের প্রচুর চাহিদা। ব্যাংকগুলোতেই ডলারের সংকট। অথচ বাংলাদেশ ব্যাংক সর্বশেষ গত সোমবার মার্কিন ডলারের দর বেঁধে দিয়েছে ৮৭ টাকা ৫০ পয়সা। কিন্তু তাদের বেঁধে দেওয়া এ রেট বাণিজ্যিক ব্যাংকগুলো মানছে না। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments