More
    Homeঅনান্যThakurnagar bazar ঠাকুরনগর বাজারে পর পর পাঁচটি দোকানে চুরি।

    Thakurnagar bazar ঠাকুরনগর বাজারে পর পর পাঁচটি দোকানে চুরি।

    Today Kolkata:- উত্তর ২৪ পরগণার ঠাকুরনগর (Thakurnagar bazar) আখবাজারের মা রাসমণি মার্কেটে পাঁচটি দোকানের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানাগিয়েছে, বৃহস্পতিবার সকালে মার্কেটের দোকানদারেরা দোকান খুলতে এসে দেখেন মার্কেটের মধ্যে তিনটি ওষুধের দোকান, একটি জামা কাপড়ের দোকান ও একটি টেইলার্সের দোকানের শাটার খোলা। দোকানের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। খোয়া গিয়েছে ক্যাশবাক্স থাকা টাকা। যদিও টাকার পরিমাণ এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। দোকানদারেরা জানিয়েছেন, চোর মার্কেটের ছাদ দিয়ে উঠে মার্কেটের গ্রিলের তালা ভেঙে মার্কেটের মধ্যে ঢুকেছে এবং দোকানের সাটারের তালা ভেঙে দোকানের মধ্যে ঢুকে লুটপাট চালিয়েছে। জামা কাপড়ের দোকান থেকে বেশকিছু জামাকাপড়ও নিয়ে গিয়েছে সঙ্গে নিয়ে গিয়েছে ক্যাশবাক্স থাকা টাকাও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার। পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরপর পাঁচটি দোকানের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগর বাজার (Thakurnagar bazar) এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

    Thakurnagar bazar ঠাকুরনগর বাজারে পর পর পাঁচটি দোকানে চুরি।

    MORE NEWS – Habra হাবরাতে চলল গুলি, বোমা আহত বিল্ডার্স ব্যবসায়ী ও তার অনুগামী।

    Today Kolkata:- হাবরা (Habra) পুরসভার 10 নম্বর ওয়ার্ডে শ্রীনগর শিব মন্দির এলাকায় একটি ঘরের মধ্যে অনুগামীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন বিল্ডার্স ব্যবসায়ী রাজু ঘোষ রাত বারোটা নাগাদ সেখানেই চড়াও হয় 5 থেকে 7 জন সশস্ত্র দুষ্কৃতী ঘিরে ধরে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটে কমপক্ষে 8 থেকে 9 রাউন্ড গুলি চলে এবং তাতে আহত হন ব্যবসায়ী রাজু ঘোষ এবং তার অনুগামী অভিযোগ বোচা ও মিনটা নামে দুই দুষ্কৃতীর নেতৃত্বেই গতকাল হামলা চালানো হয় রীতিমতো ছক কষে। রাজুকে খুন করবার পরিকল্পনা করে তার বিরুদ্ধে গোষ্ঠীর এই দুষ্কৃতীরা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হাবড়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় দুই যুবক ভর্তি আছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে। CONTINUE READING

    Barrackpur ব্যারাকপুর এর বিরিয়ানি দোকানের গুলি ঘটনায়, গ্রেফতার অভিষেক ঝাঁ।

    Kolkata to Khulna train খরা কাটিয়ে ফের শুরু হচ্ছে সরাসরি রেল যোগাযোগ।

    Bangladesh বাংলাদেশের বাজারে মার্কিন ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে।

    Legal metrology department ও মধ্যমগ্রাম থানার যৌথ অভিযান মধ্যমগ্রামে বাজারে, আটক চারটি ওয়েট মেশিন।

    নিকাশি নালার উপর অবৈধ নির্মাণ ভেঙে দিল পৌরসভা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments