More
    Homeঅনান্যBarrackpur ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর উদ্বোধন হলো মহিলা উইনার্স টিম।

    Barrackpur ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর উদ্বোধন হলো মহিলা উইনার্স টিম।

    Today Kolkata:- আজ ব্যারাকপুর (Barrackpur) পুলিশ কমিশনারেট এর উদ্বোধন হলো মহিলা উইনার্স টিম এর। সামাজিক সুরক্ষার স্বার্থে এবং নারী ও শিশুদের সুরক্ষায় আরও বাড়াতে উইনার্স টিম কাজ করবে বলে জানা যায় ব্যারাকপুর (Barrackpur) পুলিশ কমিশনার এর সূত্র। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর (Barrackpur) পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা, ব্যারাকপুর পুলিশ কমিসনারের জয়েন সিপি ক্রাইম অজয় ঠাকুর , জয়েন্ট সিপি ধ্রুবজ্যোতি দে সহ পুলিশের উচ্চপদস্থ ব্যক্তিরা। আজ মোট 75 টি বাইক এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ওই নার্স টিমকে তুলে দেওয়া হয়।

    Barrackpur ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর উদ্বোধন হলো মহিলা উইনার্স টিম।

    MORE NEWS – Kolkata to Khulna train খরা কাটিয়ে ফের শুরু হচ্ছে সরাসরি রেল যোগাযোগ।

    ঢাকা, হাবিবুর রহমান :- বৈশ্বিক করোনার কারণে ২০২০ সালের মার্চের তৃতীয় সপ্তাহে বন্ধ হয়ে যায় কলকাতার সঙ্গে ঢাকা এবং খুলনার রেল (Kolkata to Khulna train) চলাচল। সেই খরা কাটিয়ে ফের শুরু হচ্ছে এ পথের সরাসরি রেল যোগাযোগ। তবে এবার যোগ হয়েছে আরো একটি রেল যোগাযোগ। এবার ছুটবে ঢাকা থেকে নিউজলপাইগুড়ির পথে মিতালী। অর্থাৎ ২৬ মাস পর ভারত-বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামী ২৯ মে ঢাকা-কলকাতার মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনার (Kolkata to Khulna train) মধ্যে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হবে। আর ১ জুন চালু হবে ঢাকা থেকে নিউজলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস। মিতালী এক্সপ্রেস ঢাকা থেকে নিউজলপাইগুড়ি চলাচলের সিদ্ধান্ত আগে নেওয়া হলেও করোনা পরিস্থিতির কারণে চালু হতে পারেনি। CONTINUE READING

    MORE NEWS – Habra হাবরাতে চলল গুলি, বোমা আহত বিল্ডার্স ব্যবসায়ী ও তার অনুগামী।

    Today Kolkata:- হাবরা (Habra) পুরসভার 10 নম্বর ওয়ার্ডে শ্রীনগর শিব মন্দির এলাকায় একটি ঘরের মধ্যে অনুগামীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন বিল্ডার্স ব্যবসায়ী রাজু ঘোষ রাত বারোটা নাগাদ সেখানেই চড়াও হয় 5 থেকে 7 জন সশস্ত্র দুষ্কৃতী ঘিরে ধরে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটে কমপক্ষে 8 থেকে 9 রাউন্ড গুলি চলে এবং তাতে আহত হন ব্যবসায়ী রাজু ঘোষ এবং তার অনুগামী অভিযোগ বোচা ও মিনটা নামে দুই দুষ্কৃতীর নেতৃত্বেই গতকাল হামলা চালানো হয় রীতিমতো ছক কষে। রাজুকে খুন করবার পরিকল্পনা করে তার বিরুদ্ধে গোষ্ঠীর এই দুষ্কৃতীরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments